আ.লীগ নেতার মাল্টা ও সুপারি গাছ কেটে ফেলল দুর্বৃত্তরা


মাগুরা প্রতিনিধি:
মাগুরা সদরের জগদল ইউনিয়নে রাতের আঁধারে মো. জাহাঙ্গীর আলম বিশ্বাস নামে এক আওয়ামী লীগ নেতার শতাধিক মাল্টা গাছ ও ৬০টি সুপারি গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। এতে প্রায় দের লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন তিনি।
রোববার (১৫ জুন) রাতের কোনো এক সময় উপজেলার জগদল ইউনিয়নের নরসিংহাটী মাছের ঘেরের চারপাশে থাকা মাল্টা ও সুপারি গাছগুলো কেটে ফেলে রাখা হয়। ক্ষতিগ্রস্ত কৃষক জাহাঙ্গীর আলম মাগুরা সদর থানা আওয়ামী লীগের সদস্য পদে রয়েছেন।
ভুক্তভোগী বলেন, জগদল ইউনিয়নের নরসিংহাটী গ্রামে ২ বিঘা জমির ওপর ঘেরে মাছ চাষ করি। গত ৫ বছর আগে ঘেরের চারপাশের বাউরীতে মাল্টা ও সুপারি গাছের চারা রোপণ করা হয়। গত তিন বছর যাবত গাছে মাল্টা ধরছে। এ বছর ও প্রতিটি গাছে মাল্টা ধরেছে। আশা ছিল এই বছর মাল্টা বিক্রি ভালো মুনাফা করতে পারবো। কিন্তু সে আশা শেষ করে দিল। রাতের আধারে শতাধিক মাল্টা ও ৬০টি সুপারি গাছে কেটে ফেলেছে দুর্বৃত্তরা। ঘটনার পর আমার ঘেরে কর্মরত কর্মচারী মো. বিল্লাল শেখ পুলিশের দায়িত্বরত ইউনিয়ন বিট অফিসারের কাছে মৌখিকভাবে অভিযোগ দিয়েছেন।
ভিওডি বাংলা/এম
যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড
যৌতুক না পেয়ে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার দায়ে মো. ছলেমান (৪১) …

টেকসই বাঁধ নির্মাণসহ ৮ দফা দাবিতে লংমার্চ
ফেনীতে প্রজন্মভিত্তিক টেকসই বাঁধ নির্মাণসহ ৮ দফা দাবিতে পানি উন্নয়ন …

রাজশাহী পুঠিয়ায় এক পায়ে স্বপ্নের পথে হাঁটছেন সোনিয়া
‘মা মাটি কাটার কাজ করেন। ছোট ভাই রাজমিস্ত্রির জোগালে। আব্বুর …
