• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

পাবনা

অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

   ১৬ জুন ২০২৫, ০৪:১৯ পি.এম.
অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের প্রতিবাদে মানববন্ধন করেন এলাকাবাসী

পাবনা প্রতিনিধি
পাবনায় অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের প্রতিবাদে মানববন্ধন করেছেন এলাকাবাসী।

সোমবার(১৬ জুন) দুপুরে সদর উপজেলার চর-ভাড়ারা গ্রামে সর্বস্তরের জনগণের আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য দেন শরিফ মন্ডল, দেলোয়ার হোসেন, গোলাম মোস্তাফা হিরাজ, আরিফুল ইসলাম, সোহেল রানা,আব্দুর রশিদ, লিটন হোসেন, শফি প্রামানিক, ঠিকাদার দেলোয়ার হোসেন, জাহাঙ্গীর আলম সাগর।

বক্তারা বলেন, ভাড়ারা, চর ভাড়ারা এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন করছে একটি চক্র। ফলে গ্রামের প্রতিটি সড়ক খানাখন্দে ভরে গেছে। বিভিন্ন সময় স্কুল পড়ুয়া ছাত্র-ছাত্রীরা পড়ছে দুর্ঘটনায়। বড় বড় ড্রাম ট্রাকের কারণে রাস্তা দিয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়ছে। একটি স্বার্থান্বেষী মহল এই বালু উত্তোলন করে মোটা অংকের টাকা হাতিয়ে নিচ্ছে। আর দুর্ভোগ পোহাচ্ছে সাধারণ মানুষ। এলাকাবাসী বালু উত্তোলনকারীদের নিষেধ করলেও দেখাচ্ছে ভয়-ভীতি। অবিলম্বে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন এলাকাবাসী।
#
ক্যাপশন: । সোমবার দুপুরে পাবনা সদর উপজেলার চর ভাড়ারা এলাকায়।
# এম এস রহমান, পাবনা।

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঝুট নিয়ে বিএনপি-স্বেচ্ছাসেবক দলের সংঘর্ষ, মহাসড়ক রণক্ষেত্র
ঝুট নিয়ে বিএনপি-স্বেচ্ছাসেবক দলের সংঘর্ষ, মহাসড়ক রণক্ষেত্র
কুষ্টিয়ায় ৮ কোটি ৮৪ লক্ষ টাকার ভারতীয় মাদকদ্রব্যসহ আটক ১
কুষ্টিয়ায় ৮ কোটি ৮৪ লক্ষ টাকার ভারতীয় মাদকদ্রব্যসহ আটক ১
গোলাপ জলে গোসল করে রাজনীতি ছাড়লেন আ.লীগ নেতা
গোলাপ জলে গোসল করে রাজনীতি ছাড়লেন আ.লীগ নেতা