• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

নির্বাচনের সময় ঘোষণা

ড. ইউনূস টের পাইছেন কাজটা ঠিক করেননি: মাসুদ কামাল

   ১৭ জুন ২০২৫, ০৬:১৮ পি.এম.
ছবি: সংগৃহীত

ভিওডি ডেস্ক রিপোর্ট
আগামী বছরের এপ্রিলে জাতীয় নির্বাচনের ঘোষণা দেওয়ার পর প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. ইউনূস টের পাইছেন কাজটা ঠিক করেননি বলে মন্তব্য করেছেন সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক মাসুদ কামাল। তিনি বলেন, ‘রাজনৈতিক দলগুলোর মতামতের বাইরে গিয়ে ড. ইউনূস এপ্রিলে নির্বাচনের ঘোষণা করে দিলেন। উনি মনে করেছিলেন, এপ্রিলে ঘোষণা করছি সবাই মনে হয় মিছিল নিয়ে নেমে যাবে। আপনি একটা মহান কাজ করছেন।

ঘোষণা করার পর উনি টের পাইছেন যে কাজটা ঠিক করিনি। বিএনপির সাপোর্ট ছাড়া এই কাজটা করা ঠিক হবে না। উনি এটা বুঝতে পেরেছেন।’

সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের টক শো অনুষ্ঠানে সাংবাদিক মাসুদ কামাল এসব কথা বলেন।

ড. ইউনূসের সদিচ্ছা নিয়ে তিনি আরো বলেন, ‘উনি (ড. ইউনূস) এপ্রিলে নির্বাচনের ঘোষণা দেওয়ার আগে তারেক রহমানকে ফোন করতে পারতেন না। পারতেন তো, যদি বলতেন তারেক রহমানের সঙ্গে আমি ফোনে আলাপ করতে চাই। কেউ না করত, না তো করত না। দুই লাইনের আলাপের জন্য এত টাকা খরচ করে লন্ডনে যাওয়া লাগে।

তিনি আরো বলেন, ‘লন্ডনে যে রুমে ছিলেন এক রাতের জন্য এক রুমের ভাড়া ১০ লাখ টাকা।’ তিনি বলেন, ‘ফোনে হয়তো দেড় ঘণ্টা আলাপ হতো না, কিন্তু ১০ মিনিট আলাপ তো হইতো। নির্বাচনের তারিখ নিয়ে তো ১০ মিনিটের মধ্যে শেষ করতে পারতেন। ড. ইউনূস এই সমস্যা আগেই মেটাতে পারতেন। উনি আসলে এটাকে ক্রিয়েট করেছেন।

ক্রিয়েট করে একটা বৈঠক করার প্রয়োজনীয়তা উনি সবাইকে বুঝিয়েছেন। লন্ডনে গিয়ে দেড় ঘণ্টা আলাপ করছেন একান্তে। আলাপ করে কিছু চাইছেন, কিছু পাইছেন, কিছু পাইবেন। কিছু চাইবেন। অনেক কিছু আস্তে আস্তে বের হবে।

বিএনপির সালাহউদ্দিন আহমেদ বলেছেন, উনাকে (ড. ইউনূস) ব্যবহার করবেন। রাষ্ট্রের কাজে লাগাবেন। আবার উনিও (ড. ইউনূস) বলবেন যে আমি এগুলো করে ফেলেছি, তোমরা এগুলো মেনে নাও। মেনে নেবেন আপনি।’

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সরকারি কর্মকর্তাদের বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা
সরকারি কর্মকর্তাদের বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা
আজ থেকে বন্ধ হচ্ছে ১০টির বেশি সিম
আজ থেকে বন্ধ হচ্ছে ১০টির বেশি সিম
সেন্টমার্টিন খুললেও অনিশ্চয়তায় পর্যটকদের যাত্রা
সেন্টমার্টিন খুললেও অনিশ্চয়তায় পর্যটকদের যাত্রা