• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

রাজধানীতে গুলিবিদ্ধ দুই ডিবি সদস্য

   ১৯ জুন ২০২৫, ১১:২৪ এ.এম.
প্রতীকী ছবি

ঢামেক প্রতিবেদক
রাজধানীর পল্টন থানার ফকিরাপুল এলাকায় অভিযান চালানোর সময় মাদক কারবারিদের ছোড়া গুলিতে গোয়েন্দা পুলিশের দুই সদস্য গুলিবিদ্ধ হয়েছেন। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল বুধবার দিবাগত রাত পৌনে ১টার দিকে পল্টন থানার ফকিরাপুল মোড়ে মেইন রোডে ঘটনাটি ঘটে। আহতরা হলেন সহকারী উপপরিদর্শক (এএসআই) আতিক হাসান ও কনস্টেবল সুজন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) মো. মাসুদ আলম জানান, রাতে দুই গোয়েন্দা পুলিশ দুর্বৃত্তের গুলিতে আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে আতিক হাসানের পেটের বাম পাশে ও সুজনের বাম পায়ে গুলিবিদ্ধ হয়েছে। দুজনকে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

গতকাল বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি লালবাগ বিভাগের সিনিয়র সহকারী পুলিশ সুপার এনায়েত কবির শোয়েবের নেতৃত্বে মাদকবিরোধী অভিযান চলছিল। ফকিরাপুল মোড়ে মাদক কারবারিদের একটি প্রাইভেটকারের গতিরোধ করে। এ সময় মাদক কারবারিদের সঙ্গে থাকা অস্ত্র দিয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি করে। এতে দুজন পুলিশ গুলিবিদ্ধ হয়। পরে তাদের উদ্ধার করে প্রথমে রাজারবাগ পুলিশ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এই অভিযানে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাইভেটকারটি ডিবি হেফাজতে আছে।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ধূমপান করলে ২০০০ টাকা জরিমানা
পাবলিক প্লেস ও গণপরিবহন ধূমপান করলে ২০০০ টাকা জরিমানা
চলতি বছর ‘মব সন্ত্রাসে’ হত্যার সংখ্যা ২০২৪-এর চেয়েও বেশি: আসক
চলতি বছর ‘মব সন্ত্রাসে’ হত্যার সংখ্যা ২০২৪-এর চেয়েও বেশি: আসক
হাদির হত্যাকারীদের দুই সহযোগী ভারতে গ্রেপ্তার
হাদির হত্যাকারীদের দুই সহযোগী ভারতে গ্রেপ্তার