• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

রাষ্ট্রপতি নির্বাচন প্রক্রিয়ার মীমাংসা হতে পারে আজ : আলী রীয়াজ

   ১৯ জুন ২০২৫, ০১:২৫ পি.এম.
ছবি: সংগৃহীত

জ্যেষ্ঠ প্রতিবেদক

রাষ্ট্রপতি নির্বাচন প্রক্রিয়া এবং ক্ষমতার পরিসর নিয়ে আলোচনার শুরুতেই একটি সমঝোতায় পৌঁছনোর চেষ্টা করবে জাতীয় ঐকমত্য কমিশন। বৃহস্পতিবার (১৯ জুন) দ্বিতীয় পর্বের আলোচনার শুরুতে এ কথা জানিয়েছেন কমিশনের সহসভাপতি আলী রীয়াজ।

আলী রীয়াজ বলেন, ‘আমাদের হাতে সময় কম। যত দ্রুত সম্ভব সবাইকে একমত হয়ে জুলাই মাসের মধ্যে “জুলাই সনদ” চূড়ান্ত করতে হবে।

কমিশনের অনেক সীমাবদ্ধতা আছে। এসবের মধ্যেও আলোচনা ফলপ্রসূ করতে সবার সাহায্য প্রয়োজন। যেসব বিষয়ে আজো সমঝোতা হবে না, সেগুলো নিয়ে আগামী সপ্তাহে ফের আলোচনায় বসা হবে।’
আজ বৃহস্পতিবার চতুর্থ দিনের আলোচনায় যে বিষয়গুলো থাকছে, তার মধ্যে অন্যতম হলো—প্রধানমন্ত্রীর মেয়াদ, সংবিধান ও রাষ্ট্রের মূলনীতি এবং নির্বাচনী এলাকা নির্ধারণ।

এখনো যেসব বিষয়ে সমঝোতা হয়নি, সেগুলো নিয়ে আলোচনার মধ্য দিয়ে আজকের আলোচনার সূচনা হবে বলে জানান আলী রীয়াজ।

আজকের বৈঠকে বিএনপি, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও জামায়াতে ইসলামীসহ প্রায় ৩০টি রাজনৈতিক দল অংশ নিয়েছে।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনের পূর্ণ দায়িত্ব ইসির হাতে : সাখাওয়াত
ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনের পূর্ণ দায়িত্ব ইসির হাতে : সাখাওয়াত
নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে: ফরিদা আখতার
নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে: ফরিদা আখতার
এনসিপিকে শাপলা প্রতীক নয়, ইসির নিজস্ব সিদ্ধান্তে প্রতীক নির্ধারণ
এনসিপিকে শাপলা প্রতীক নয়, ইসির নিজস্ব সিদ্ধান্তে প্রতীক নির্ধারণ