টপ নিউজ
ঢাকার মেয়রকে শপথ পড়ানোয় সমস্যা কোথায়? শওগাত আলীর
২০ জুন ২০২৫, ০১:১০ পি.এম.


সংগৃহিত ছবি
ভিওডি ডেস্ক রিপোর্ট
সাংবাদিক ও উপস্থাপক শওগাত আলী সাগর বলেছেন, আদালতের রায়ে বিজয়ী ঘোষিত চট্টগ্রামের মেয়রকে শপথ পড়ানো গেল, ঢাকার মেয়রের শপথ পড়ানোয় সমস্যা কোথায়?
শুক্রবার (২০ জুন) সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডি থেকে দেওয়া এক পোস্টে তিনি এ কথা বলেন।
শওগাত আলী পোস্টে লিখেন, ‘ইসির গেজেট নোটিফিকেশনের পর নির্ধারিত সময়ে শপথ না পড়ানো ইশরাকের সমস্যা না, মন্ত্রণালয়ের ব্যর্থতা কিংবা অনীহা। এর দায় ভাগ ইশরাক কেন নেবে?’
ওই পোস্টে তিনি আরো উল্লেখ করেন, ‘একজন উপদেষ্টার ব্যক্তিগত ইগোই কী সবকিছুর ঊর্ধ্বে বিবেচিত হচ্ছে!’
ভিওডি বাংলা/এম