• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

বিদেশি কোম্পানিকে চট্টগ্রাম বন্দর ইজারা দেয়া অযৌক্তিক: আনু মুহাম্মদ

   ২১ জুন ২০২৫, ০৪:২৩ পি.এম.

জ্যেষ্ঠ প্রতিবেদক

নিজেদের সক্ষমতা না বাড়িয়ে চট্টগ্রাম বন্দর বিদেশি কোম্পানিকে ইজারা দেয়া অযৌক্তিক। বিদেশি কোম্পানির ওপর নির্ভর না হয়ে দেশের সক্ষমতা বৃদ্ধির দিকে মনোযোগ দিতে হবে এমন মন্তব্য করেছেন অধ্যাপক আনু মুহাম্মদ।

শনিবার ইকোনোমিক রিপোর্টার্স ফোরাম মিলনায়তনে আয়োজিত চট্টগ্রাম বন্দর বিদেশি কোম্পানিকে ইজারা কেন ঝুঁকিপূর্ণ? শীর্ষক এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

অধ্যাপক আনু মুহাম্মদ বলেন, সংস্কারের ব্যপারে সরকারের আগ্রহ থাকলে চট্টগ্রাম বন্দরের ইজারা ডিপি ওয়ার্ল্ড নামক বিদেশি কোম্পানিকে দিতো না৷ জাতীয় স্বার্থ রক্ষায় গত ১০ মাসে সরকারের সেরকম কোনও আগ্রহ দেখা যায়নি। এ সময় গ্যাস অনুসন্ধানে মনোযোগ দিলে এলএনজি আমদানির দরকার হতো না বলেও মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, জাতীয় স্বার্থের অজুহাতে করা সকল চুক্তি জনগণের সামনে স্পষ্টভাবে তুলে ধরতে হবে। সরকার দায়িত্বশীল হলে দেশে ভালো বিনিয়োগ আসে। এ সময় সকল বিদেশি চুক্তি স্বচ্ছতার ভিত্তিতে করার আহ্বানও জানান তিনি।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গণপূর্তের প্রধান প্রকৌশলী হলেন খালেকুজ্জামান চৌধুরী
গণপূর্তের প্রধান প্রকৌশলী হলেন খালেকুজ্জামান চৌধুরী
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৪তম শাহাদাতবার্ষিকী আজ
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৪তম শাহাদাতবার্ষিকী আজ
প্রতিটি ভোটকেন্দ্রে ৩ অস্ত্রধারীসহ ১৩ আনসার সদস্য: স্বরাষ্ট্র উপদেষ্টা
প্রতিটি ভোটকেন্দ্রে ৩ অস্ত্রধারীসহ ১৩ আনসার সদস্য: স্বরাষ্ট্র উপদেষ্টা