• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

বরগুনায় সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়েসহ ৩ জনের মৃত্যু

   ২১ জুন ২০২৫, ০৮:০২ পি.এম.
ছবি: সংগৃহীত

বরগুনা প্রতিনিধি

চিকিৎসা নিতে হাসপাতালে যাওয়ার সময় বরগুনার আমতলীতে বাস চাপায় সিএনজিচালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও তিনজন। শনিবার (২১ জুন) দুপুরে আমতলী-পটুয়াখালী মহাসড়কের কেওয়াবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন মৌলুভী আজিজুল হক, তার মেয়ে মোশাদ্দেকা বেগম এবং মোশাদ্দেকার দাদি শাশুড়ি খালেদা বেগম।

জানা গেছে, পটুয়ায়াখালীর কলাপাড়ার গোলাখালী ইউনিয়নের বলইবুনিয়া গ্রাম থেকে অটোরিকশায় করে জাহিদুল ইসলাম তার নবজাতক শিশু কন্যাকে ডাক্তার দেখাতে যাচ্ছিলেন। সঙ্গে পরিবারের আরও কয়েকজন সদস্য ছিলেন। বরগুনার আমতলী-পটুয়াখালী মহাসড়কের কেওয়াবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সামনে এলে কুয়াকাটাগামী ইকরা লাক্সারী পরিবহন একটি বাস অটোরিকশাটিকে চাপা দেয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে তিনজনের মৃত্যু হয়। আহত হন আরও তিনজন।

আহতদের পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। তাদের মধ্যে ওই পরিবারের আরেক সদস্য আব্দুল কুদ্দুস ও অটোরিকশার চালক ওহাবের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।

নিহত মোশাদ্দেকার স্বামী আহত জাহিদুল ইসলাম বলেন, আমার শিশু মেয়েকে পটুয়াখালীতে ডাক্তার দেখাতে যাচ্ছিলাম। সঙ্গে আমার স্ত্রী, শ্বশুর, দাদি, ফুফা ছিল। ইকরা পরিবহনের গাড়িটি আমাদের ইজিবাইকের উপরে তুলে দেয়। এতে ঘটনাস্থলেই আমার দাদি ও শ্বশুর মারা যান। স্থানীয়রা আমাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালে আমার স্ত্রী মারা যায়। আমার শিশু কন্যাও আহত। তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল ইসলাম আরিফ বলেন, লাশ উদ্ধার করা হয়েছে। বাসটি জব্দ করা হয়েছে, তবে চালক ও হেল্পার পালিয়ে গেছে। 

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ওসমান হাদিকে গুলি করার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল
ব্রাহ্মণবাড়িয়া ওসমান হাদিকে গুলি করার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল
নজরুল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির নেতৃত্বে জান্নাতী-মুতাসিম
নজরুল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির নেতৃত্বে জান্নাতী-মুতাসিম
মানিকছড়ি উপজেলা বিএনপির বিক্ষোভ মিছিল
হাদিকে হত্যা চেষ্টা মানিকছড়ি উপজেলা বিএনপির বিক্ষোভ মিছিল