• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

বগুড়ার আলোচিত যুবলীগ নেতা মতিন সরকার গ্রেপ্তার

   ২২ জুন ২০২৫, ১১:২৩ এ.এম.
ছবি: সংগৃহীত

বগুড়া প্রতিনিধি

বগুড়া শহর যুবলীগ নেতা ও সাবেক কাউন্সিলর আব্দুল মতিন সরকারকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।

শনিবার (২১ জুন) রাত সাড়ে ১১টার দিকে ঢাকার মোহাম্মদপুর বসিলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আবদুল মতিন সরকার বগুড়া শহর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। তিনি বগুড়া শহরের চকসূত্রাপুর এলাকার মৃত মজিবর রহমান সরকারের ছেলে।

এসব তথ্য নিশ্চিত করেছেন বগুড়া ডিবির ওসি ইকবাল বাহার।

ডিবির ওসি ইকবাল বাহার বলেন, মতিন সরকারের বিরুদ্ধে ডজনখানেক হত্যা মামলা ছাড়াও অস্ত্র, মাদক আইনেও একাধিক মামলা রয়েছে। গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের পর নতুন করে একাধিক হত্যা মামলায় আসামি হওয়ায় তিনি আত্মগোপনে ছিলেন। জেলা ডিবির একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর মোহাম্মদপুর এলাকায় রাত সাড়ে ১১টার দিকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

তিনি আরো বলেন, গ্রেপ্তার আব্দুল মতিন সরকারকে আদালতে পাঠানো হবে। নানা কুকর্মের সাথে জড়িত থাকায় তিনি আলোচিত। তার ভাই তুফান সরকার নারী নির্যাতনের ঘটনায় দেশব্যাপী আলোচনায় ছিলেন।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাঁশখালীতে ছাত্রদলের উপর শিবিরের হামলা
বাঁশখালীতে ছাত্রদলের উপর শিবিরের হামলা
টাঙ্গাইলের নাগরপুরে বিএনপির মোটরসাইকেল শোডাউন
টাঙ্গাইলের নাগরপুরে বিএনপির মোটরসাইকেল শোডাউন
ইউপি প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে মহিলা মেম্বারকে শ্লীলতাহানির অভিযোগ
ইউপি প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে মহিলা মেম্বারকে শ্লীলতাহানির অভিযোগ