• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

নতুন দল নিবন্ধনের আবেদনের সময় শেষ হচ্ছে আজ

   ২২ জুন ২০২৫, ০১:৩৫ পি.এম.
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

নতুন রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন আবেদনের সময়সীমা আজ।

রোববার (২২ জুন) বিকেল পাঁচটা পর্যন্ত আবেদন করা যাবে।

নির্বাচন কমিশনের (ইসি) নির্বাচন সহায়তা শাখার কর্মকর্তারা জানিয়েছেন, এ পর্যন্ত ১০০টির মতো দল আবেদন করেছে। এর আগে জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) বেশ কিছু দলের আবেদনের পরিপ্রেক্ষিতে দেড় মাসের মতো সময় বৃদ্ধি করে ইসি।

এনসিপিসহ কয়েকটি দল আজ আবেদন করার কথা রয়েছে। বিকাল ৩টায় আবেদন জমা দেবে এনসিপি। জমা দেওয়ার পর দলটির প্রতীক সম্পর্কে  জানানো হবে।

দলীয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার এনসিপির সাধারণ সভায় প্রতীক নিয়ে আলোচনা করা হয়।

সেখানে ৫ থেকে ৬টি প্রতীক ঠিক করা হয়। এর মধ্যে অধিকাংশই ‘মুষ্টিবদ্ধ হাত’কে প্রতীক হিসেবে দেখতে চেয়েছেন। 

দলটির সদস্য সচিব আখতার হোসেন জানিয়েছেন, ৫ থেকে ৬টি প্রতীক ঠিক করা হয়েছে। আবেদন জমা দেওয়ার পরে গণমাধ্যমে সেটা প্রকাশ করতে চাই।

তিনি আরো বলেন, দলের জেলা-উপজেলা কমিটি, অফিস এবং সদস্য ফরমের যে বাধ্যবাধকতা রয়েছে, এনসিপি এগুলো সব পূরণ করেছে। আমরা আশাবাদী, নিবন্ধন জমা দেওয়ার জন্য যেসব শর্ত পূরণ করা দরকার, সেগুলো করতে পেরেছি।

এর আগে গত ১০ মার্চ নতুন রাজনৈতিক দলের নিবন্ধন দিতে বিজ্ঞপ্তি প্রকাশ করে ইসি। দল হিসেবে নিবন্ধন পেতে ২০ এপ্রিল পর্যন্ত সময়সীমা বেঁধে দেয় কমিশন। এরপর গত ১৭ এপ্রিল নির্বাচন কমিশনে নিবন্ধনের আবেদনের সময়সীমা ৯০ দিন বাড়ানোর অনুরোধ জানায় এনসিপি।

এ বিষয়ে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদের দপ্তরে এ সংক্রান্ত একটি চিঠি দেয় দলটি। পরে ইসি ২২ জুন পর্যন্ত রাজনৈতিক দল নিবন্ধনের সময়সীমা বাড়ায়।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হাসিনার নিপীড়নের প্রতিবাদে জেগে উঠেছিল শিক্ষার্থী-জনতা: মাহফুজ আলম
হাসিনার নিপীড়নের প্রতিবাদে জেগে উঠেছিল শিক্ষার্থী-জনতা: মাহফুজ আলম
বাংলাদেশ আইএমও কাউন্সিলে নির্বাচনের প্রার্থীতা ঘোষণা
বাংলাদেশ আইএমও কাউন্সিলে নির্বাচনের প্রার্থীতা ঘোষণা
জাতীয় ঐকমত্য কমিশনের সভা, আলোচনায় জুলাই জাতীয় সনদ
জাতীয় ঐকমত্য কমিশনের সভা, আলোচনায় জুলাই জাতীয় সনদ