• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

সার্বভৌমত্ব রক্ষায় নবীন কর্মকর্তাদের সর্বদা প্রস্তুত থাকতে হবে: সেনাপ্রধান

   ২২ জুন ২০২৫, ০৩:৩৩ পি.এম.
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম প্রতিনিধি

দেশের সার্বভৌমত্ব রক্ষায় নবীন কর্মকর্তাদের সর্বদা প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। রোববার (২২ জুন) সকালে চট্টগ্রামে নেভাল একাডেমিতে নৌবাহিনীর গ্রীষ্মকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজে অংশ নিয়ে এ কথা বলেন তিনি।

সেনাপ্রধান বলেন, বাংলাদেশ নৌবাহিনী অত্যন্ত সুসজ্জিত একটি বাহিনী। আমদানি-রফতানি নির্ভর একটি দেশের সি-লাইন নিরাপদে রাখার গুরুদায়িত্ব বাহিনীটিকেই পালন করতে হবে। তাই নবীন কর্মকর্তাদের সবসময় প্রস্তুত থাকতে হবে।

এর আগে, বাদ্যের তালে তালে প্যারেড গ্রাউন্ডে একে একে নবীন কর্মকর্তাদের ৮টি প্লাটুন সেনাপ্রধানকে সালাম জানান।

দীর্ঘ অনুশীলনের পর আজ রোববার ৪৪ জন মিডশিপম্যান ও ৮ জন ডাইরেক্ট এন্ট্রি অফিসার হিসেবে বাহিনীতে কমিশন পান। এর মধ্যে ৮ জন নারী ও বিদেশি নৌ-কর্মকর্তা রয়েছেন।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হাসিনার নিপীড়নের প্রতিবাদে জেগে উঠেছিল শিক্ষার্থী-জনতা: মাহফুজ আলম
হাসিনার নিপীড়নের প্রতিবাদে জেগে উঠেছিল শিক্ষার্থী-জনতা: মাহফুজ আলম
বাংলাদেশ আইএমও কাউন্সিলে নির্বাচনের প্রার্থীতা ঘোষণা
বাংলাদেশ আইএমও কাউন্সিলে নির্বাচনের প্রার্থীতা ঘোষণা
জাতীয় ঐকমত্য কমিশনের সভা, আলোচনায় জুলাই জাতীয় সনদ
জাতীয় ঐকমত্য কমিশনের সভা, আলোচনায় জুলাই জাতীয় সনদ