• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ঐকমত্য কমিশন বৈঠকে প্রধানমন্ত্রীর মেয়াদ নিয়ে আলোচনা

   ২২ জুন ২০২৫, ০৬:১০ পি.এম.
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

দ্বিতীয় পর্যায়ের পঞ্চম দিনে জাতীয় ঐকমত্য কমিশন রাজনৈতিক দলগুলোর সঙ্গে অসমাপ্ত আলোচনা শুরু করেছে। এদিন প্রথমে প্রধানমন্ত্রীর মেয়াদ নিয়ে আলোচনা শুরুর আহ্বান করেছেন কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ। 

রোববার (২২ জুন) সকাল সাড়ে ১১টায় রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে এই আলোচনা শুরু হয়েছে। 

আলোচনার শুরুতে আলী রীয়াজ বলেছেন, কমিশনের পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত অভিমত আপনারা আরো বেশি ছাড় দেন, তাহলে বিষয়গুলো সহজতর হবে। এখানে আমরা-আপনারা বলে কিছু নেই। আমরা সবাই একত্রে এক জায়গায়।

কমিশন জানিয়েছে, আলোচনা শেষে জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ উপস্থিত সাংবাদিকদের আনুষ্ঠানিক ব্রিফিংয়ে অংশ নেবেন। এরপর রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিরাও পর্যায়ক্রমে গণমাধ্যমের মুখোমুখি হবেন এবং নিজেদের অবস্থান তুলে ধরবেন।

ভিওডি বাংলা/ডিআর

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
১৬ দেশের ৫৭ পর্যবেক্ষক আসছে বাংলাদেশে
ত্রয়োদশ জাতীয় নির্বাচন: ১৬ দেশের ৫৭ পর্যবেক্ষক আসছে বাংলাদেশে
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের গণভোট প্রচারণার বিষয়ে জরুরি নির্দেশ
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের গণভোট প্রচারণার বিষয়ে জরুরি নির্দেশ
সারা দেশে বিপুল অস্ত্র ও মাদক উদ্ধার, গ্রেপ্তার ৫০৪
যৌথ অভিযান: সারা দেশে বিপুল অস্ত্র ও মাদক উদ্ধার, গ্রেপ্তার ৫০৪