• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

মানিকগঞ্জে বিএনপির সদস্য নবায়ন কার্যক্রম শুরু

   ২২ জুন ২০২৫, ০৬:৪১ পি.এম.
ছবি: সংগৃহীত

মানিকগঞ্জ প্রতিনিধি

মানিকগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সদস্য নবায়ন কার্যক্রম শুরু হয়েছে। 

শনিবার (২১ জুন) বিকালে চেয়ারপারসনের উপদেষ্টা ও জেলা বিএনপির আহ্বায়ক আফরোজা খানম রিতা আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রমের উদ্বোধন করেন।

এর আগে, সকালে জেলা বিএনপির এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। সভাটি জেলা বিএনপির আহ্বায়ক কমিটির জ্যেষ্ঠ সদস্য এস. এ. জিন্নাহ কবীরের সঞ্চালনায় মুন্নু ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

সভায় আরও উপস্থিত ছিলেন অ্যাডভোকেট আজাদ হোসেন খান, অ্যাডভোকেট নূরতাজ আলম বাহার, সত্যেনকান্ত পন্ডিত ভজন, গোলাম আবেদীন কায়সার, অ্যাডভোকেট আ তা ম জহীর আলম খান লোদী, অ্যাডভোকেট মোকসেদুর রহমান, গোলাম কিবরিয়া সাইদ, আব্দুস সালাম ও গাজী হাবিব হাসান রিন্টুসহ আহ্বায়ক কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।

সভায় সভাপতিত্ব করেন আফরোজা খানম রিতা। তিনি বলেন, “বিগত সময়ে যারা দলের জন্য কাজ করেছেন, সেই পরীক্ষিত নেতাকর্মীদের কমিটিতে অগ্রাধিকার দিতে হবে। দলের বিভিন্ন অঙ্গসংগঠনের কমিটিতেও ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের রাখতে হবে।”

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নির্বাচন জনগণের অধিকার প্রতিষ্ঠার মাধ্যম: শ্যামল
নির্বাচন জনগণের অধিকার প্রতিষ্ঠার মাধ্যম: শ্যামল
ফেনীর রেলগেইট এলাকায় ব্যাটারিচালিত অটোচালককে কুপিয়ে হত্যা
ফেনীর রেলগেইট এলাকায় ব্যাটারিচালিত অটোচালককে কুপিয়ে হত্যা
মিঠামইনে বৃদ্ধ কৃষককে গলা কেটে হত্যা
মিঠামইনে বৃদ্ধ কৃষককে গলা কেটে হত্যা