• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

কুষ্টিয়া কুমারখালী

সমৃদ্ধি কৈশোর কর্মসূচির বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

   ২২ জুন ২০২৫, ০৭:২৮ পি.এম.

কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি: 

পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর সহযোগিতায় এবং  ওয়েভ ফাউন্ডেশনের বাস্তবায়নে কুমারখালী উপজেলা পরিষদ মাঠে  দিনব্যাপী ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

রবিবার (২২ জুন )সকাল ১০টা থেকে শুরু হওয়া এই আয়োজনে কিশোর ও কিশোরীদের অংশগ্রহণে হ্যান্ডবল, পাঞ্জা লড়াই, দড়ি লাফ, ১০০ মিটার দৌড়, চিত্রাঙ্কন, কবিতা আবৃত্তি, একক গান এবং একক নৃত্যের মতো নানা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে প্রায় শতাধিক কিশোর-কিশোরী অংশগ্রহণ করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মিকাইল ইসলাম,সিনিয়র রিজিওনাল ম্যানেজার, ওয়েভ ফাউন্ডেশন, মোঃ জিল্লুর রহমান, কবি ও নাট্যকার লিটন আব্বাস। উক্ত কর্মসূচিতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদ পত্র বিতরণ করা হয়। 

ভিওডি বাংলা/মোশারফ হোসেন/এম 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঝালকাঠির শ্রেষ্ঠ যুব সংগঠক পুরস্কার পেলেন আরিফুর রহমান
ঝালকাঠির শ্রেষ্ঠ যুব সংগঠক পুরস্কার পেলেন আরিফুর রহমান
উলিপুরে অবৈধ কারেন্ট জাল ব্যবসায়ীকে জরিমানা
উলিপুরে অবৈধ কারেন্ট জাল ব্যবসায়ীকে জরিমানা
পাবিপ্রবি শিক্ষকদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
পাবিপ্রবি শিক্ষকদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত