• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ট্রাম্প বিরোধী বিক্ষোভ

বিশ্বব্যাপী যুক্তরাষ্ট্রের সতর্কতা জারি

   ২৩ জুন ২০২৫, ১২:৩১ পি.এম.
ছবি: সংগৃহীত

ভিওডি বাংলা ডেস্ক

ইরানে তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালানোর পর বিভিন্ন দেশে ট্রাম্প এবং নেতানিয়াহু বিরোধী বিক্ষোভ হয়েছে। এমন অবস্থায় বিশ্বব্যাপী মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা নির্দেশনা জারি করেছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়। 

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালানোয় ঘটনায় প্রতিবাদ হয়েছে বিশ্বের বিভিন্ন প্রান্তে। বিভিন্ন শহরে সাধারণ মানুষ রাস্তা অবরোধ করে বিক্ষোভ করছেন। ফ্রান্স, গ্রীস, জাপান, পাকিস্তান, ভারত, দক্ষিণ কোরিয়া, ফিলিপাইন্সসহ বিভিন্ন দেশের এসব বিক্ষোভে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াকে যুদ্ধাপরাধী বলে বর্ণনা করা হয়েছে। 

এদিকে, বিশ্বব্যাপী নিরাপত্তা সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র। এতে বিদেশে অবস্থানকারী মার্কিন নাগরিকদের বাড়তি সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে।

স্থানীয় সময় রোববার (২২ জুন) দেশটির পররাষ্ট্র দফতরের জারি করা এক বিবৃতিতে বলা হয়, ‘ইসরাইল ও ইরানের মধ্যে চলমান সংঘাতের কারণে মধ্যপ্রাচ্যে ভ্রমণ ব্যাহত হচ্ছে এবং অঞ্চলটির আকাশসীমা কখনো কখনো বন্ধ রাখা হচ্ছে। এই প্রেক্ষাপটে বিশ্বের বিভিন্ন অঞ্চলে যুক্তরাষ্ট্রের নাগরিক ও স্বার্থবিরোধী বিক্ষোভের আশঙ্কা রয়েছে।’

সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, পররাষ্ট্র দফতরের পরামর্শ দিয়েছে, মার্কিন নাগরিকেরা যেন ভ্রমণের আগে সংশ্লিষ্ট দেশের তথ্য ও সাম্প্রতিক নিরাপত্তা সতর্কতাগুলো মন্ত্রণালয়ের ওয়েবসাইটে দেখে নেন।

এদিকে যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ এরই মধ্যে নিজ দেশেও ‘উচ্চমাত্রার হুমকি পরিস্থিতি’ সম্পর্কে সতর্কতা জারি করেছে। তারা জানিয়েছে, ইরানে মার্কিন হামলার পর থেকে নিম্নমাত্রার সাইবার হামলা ও একক হামলাকারীর (লোন উলফ) আক্রমণের আশঙ্কা বৃদ্ধি পেয়েছে।

বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে নিজ নাগরিকদের সতর্ক থাকা এবং নিয়মিত তথ্য হালনাগাদ রাখা জরুরি বলে মনে করে যুক্তরাষ্ট্র।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভূমিকম্পে কেঁপে উঠল তুরস্কের বালিকেসির প্রদেশ
ভূমিকম্পে কেঁপে উঠল তুরস্কের বালিকেসির প্রদেশ
গাজায় তুর্কি বাহিনীর উপস্থিতির বিরোধিতায় ইসরায়েল
গাজায় তুর্কি বাহিনীর উপস্থিতির বিরোধিতায় ইসরায়েল
শতাব্দীর ভয়াবহ ঘূর্ণিঝড় ‘মেলিসা’, ধেয়ে আসছে ২৬০ কিমি বেগে
শতাব্দীর ভয়াবহ ঘূর্ণিঝড় ‘মেলিসা’, ধেয়ে আসছে ২৬০ কিমি বেগে