• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

কুমিল্লায় পিস্তলসহ ২ যুবদলকর্মী গ্রেপ্তার

   ২৩ জুন ২০২৫, ১২:৫৬ পি.এম.

কুমিল্লা প্রতিনিধি: 

ছিনতাই ও ডাকাতির অভিযোগে এয়ারসফট পিস্তলসহ কুমিল্লা যুবদলের দুই কর্মীকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। গত শনিবার রাতে সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার ও রামপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গতকাল রোববার(২২ জুন) দুপুরে কুমিল্লা সদর আর্মি ক্যাম্প থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- যুবদলকর্মী মো. রাসেল ও মো. শরীফ। তারা কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বাসিন্দা। রাসেলের বিরুদ্ধে দুটি ও শরীফের বিরুদ্ধে তিনটি মামলা রয়েছে বলে জানিয়েছে সেনাবাহিনী। পরে তাদের সদর দক্ষিণ মডেল থানায় হস্তান্তর করা হয়।

উদ্ধার হওয়া সামগ্রীর মধ্যে রয়েছেÑদুটি এয়ারসফট পিস্তল, তিনটি দেশীয় তৈরি দা, দুটি বড় ছুরি, দুটি ছোট ছুরি, চারটি ওয়াকিটকি সেট এবং তিনটি মোবাইল ফোন।

অভিযুক্ত দুজনের কিছু ছবি সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, যেখানে তাদের বিএনপি নেতাদের সঙ্গে দেখা যায়। রাসেল এলাকায় যুবদলকর্মী হিসেবে পরিচয় দিতেন বলে জানা গেছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুমিল্লা মহানগরীর সদস্য সচিব রাশেদুল ইসলাম জানান, রাসেল বিএনপির রাজনীতি করে। শরীফ কুমিল্লা মহানগরীর ২২নং ওয়ার্ড বিএনপির সভাপতি বাবুল মিয়ার আপন ভাগনে।

কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ওসি রফিকুল ইসলাম বলেন, অভিযানে গ্রেপ্তার যুবকদের কাছ থেকে এয়ারসফট পিস্তল, ছুরি, দা ও ওয়াকিটকি উদ্ধার করা হয়। আইনানুগ ব্যবস্থা গ্রহণের পর তাদের আদালতে পাঠানো হয়। তাদের দলীয় পরিচয় আমার জানা নেই।

ভিওডি বাংলা/এম 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ওসমান হাদিকে গুলি করার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল
ব্রাহ্মণবাড়িয়া ওসমান হাদিকে গুলি করার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল
নজরুল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির নেতৃত্বে জান্নাতী-মুতাসিম
নজরুল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির নেতৃত্বে জান্নাতী-মুতাসিম
মানিকছড়ি উপজেলা বিএনপির বিক্ষোভ মিছিল
হাদিকে হত্যা চেষ্টা মানিকছড়ি উপজেলা বিএনপির বিক্ষোভ মিছিল