• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

প্রবাসীকে গুলি করার হুমকি বিএনপি নেতার

   ২৩ জুন ২০২৫, ০১:৩৫ পি.এম.
ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে সৌদি আরব প্রবাসীর কাছ থেকে দাবিকৃত চাদাঁ না পেয়ে বন্দুক হাতে নিয়ে প্রকাশ্যে গুলি করে হত্যার হুমকি দিয়েছেন বলে অভিযোগ উঠেছে শাহজাহান ভূইয়া নামে এক বিএনপি নেতার বিরুদ্ধে। তিনি সাদিপুর ইউনিয়ন ৪ নন্বর ওয়ার্ড বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। রোববার দুপুরে উপজেলার সাদিপুর ইউনিয়নের আমগাঁও এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী প্রবাসী সোহরাব হোসেন বাদী হয়ে সোনারগাওঁ থানায় অভিযোগ দায়ের করেছেন।

সোমবার (২৩ জুন) বিষয়টি নিশ্চিত করেছেন সোনারগাঁও থানার ওসি মফিজুর রহমান। 

এ দিকে সাদিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি কামরুজ্জামান ভূইয়া মাসুম বলেন, ঘটনাটি আমরাও জানতে পেরেছি। বিষয়টি তদন্ত করে দোষী প্রমাণিত হলে তার বিরুদ্ধে সিদ্ধান্ত নেওয়া হবে।

সোনারগাঁও থানার ওসি মফিজুর রহমান বলেন, এ বিষয়ে একজন প্রবাসী অভিযোগ করেছেন। সেটি আমলে নেওয়া হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ওসমান হাদিকে গুলি করার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল
ব্রাহ্মণবাড়িয়া ওসমান হাদিকে গুলি করার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল
নজরুল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির নেতৃত্বে জান্নাতী-মুতাসিম
নজরুল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির নেতৃত্বে জান্নাতী-মুতাসিম
মানিকছড়ি উপজেলা বিএনপির বিক্ষোভ মিছিল
হাদিকে হত্যা চেষ্টা মানিকছড়ি উপজেলা বিএনপির বিক্ষোভ মিছিল