• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

কুড়িগ্রামে আওয়ামীলীগ ও যুবলীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

   ২৩ জুন ২০২৫, ০৪:০৯ পি.এম.

কুড়িগ্রাম প্রতিনিধি: 

কুড়িগ্রামের নাগেশ্বরীর কচাকাটায় আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের ৬ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে কচাকাটা থানা পুলিশ।

সোমবার (২৩ জুন) সকালে গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করে পুলিশ। চলতি বছরের ১৭ জানুয়ারির একটি মামলায় গ্রেপ্তার হন তারা। এর আগে রোববার গভির রাতে অভিযান চালিয়ে এসব নেতাকর্মীকে আটক করে পুলিশ। 

গ্রেপ্তারকৃত নেতাকর্মীরা হলেন- নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার কেদার ইউনিয়নের টেপারকুটি হাজিপাড়া গ্রামের বকছার আলীরে ছেলে কেদার ইউনিয়ন আওয়ামীলীগের সাংগাঠনিক সম্পাদক নুরুল হক  দুলু, একই ইউনিয়নের টেপারকুটি মোল্লা পাড়ার মৃত আঃ মজিদ মিয়ার ছেলে সাবেক ইউপি সদস্য ও আওয়ামীলীগের ওয়ার্ড সভাপতি মোজাম্মেল হক মন্টু, একই ইউনিয়নের গোলেরহাট গ্রামের বাসিন্দা মোজাম্মেল হকের ছেলে ছাত্রলীগের কর্মী বেলাল হোসেন এবং ভূরুঙ্গামারী উপজেলার বলদিয়া ইউনিয়নের পশ্চিম কেদার গ্রামের মৃত সুজাব আলী খানের ছেলে বলদিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি আবু তারে খান ও একই গ্রামের মৃত আঃ জলিলের ছেলে বলদিয়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম ও যুবলীগ কর্মী ছনবান্দা খলিশাকুড়ি গ্রামের মৃত ওমর আলীর ছেলে এরশাদুল  আলম।

কচাকাটা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল আলম  বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্ররণ করা হয়েছে।

ভিওডি বাংলা/মোঃ মশিউর রহমান/এম 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সিলেটে বালু-পাথর উত্তোলনে নিষেধাজ্ঞা জারি
সিলেটে বালু-পাথর উত্তোলনে নিষেধাজ্ঞা জারি
ভারতে ২ বছর কারাভোগ শেষে দেশে ফিরল ১৭ কিশোর-কিশোরী
ভারতে ২ বছর কারাভোগ শেষে দেশে ফিরল ১৭ কিশোর-কিশোরী
কুমারখালীতে চাচার বিরুদ্ধে হয়রানিমূলক মামলা দেওয়ার অভিযোগ
কুমারখালীতে চাচার বিরুদ্ধে হয়রানিমূলক মামলা দেওয়ার অভিযোগ