বর্তমান পরিস্থিতিতে শৃঙ্খলার চর্চা জরুরি: সেনাপ্রধান


নিজস্ব প্রতিবেদক
বর্তমান পরিস্থিতিতে ভ্রাতৃত্ব ও শৃঙ্খলার চর্চা আরও জরুরি বলে উল্লেখ করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
মঙ্গলবার (২৪ জুন) ‘অলিম্পিক ডে রান ২০২৫’–এর উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়ে এই কথা বলেন তিনি।
তিনি বলেন, ভ্রাতৃত্ববোধ, সম্প্রীতি, একতা ও শৃঙ্খলার চর্চা করতেই ‘অলিম্পিক ডে রান ২০২৫’–এর আয়োজন করেছে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন। তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে ভ্রাতৃত্ব ও শৃঙ্খলার চর্চা আরও জরুরি, এই আয়োজন সেই বার্তাই বহন করে।’ জাতীয় স্টেডিয়ামে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন সংগঠনটির সভাপতি ও সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
এসময় তিনি প্রধান আরও বলেন, বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন সারা বছরজুড়ে বিভিন্ন ধরনের শারীরিক কার্যক্রম আয়োজন করবে। সেনাপ্রধান জানান, ‘ক্রীড়াকে উৎসাহিত করাই আমাদের লক্ষ্য। স্বাস্থ্য ভালো থাকলে জাতিও ভালো থাকবে।’ রাজধানীতে খেলার মাঠের সংকট উল্লেখ করে তিনি বলেন, ‘ঢাকায় খেলার মাঠের সংখ্যা কমে গেছে। খেলাধুলার জায়গা নেই। এজন্যই এ ধরনের কর্মসূচি চালু রাখা গুরুত্বপূর্ণ।’
এর আগে বাংলাদেশ শিশু একাডেমি থেকে এক বর্ণাঢ্য র্যালির মাধ্যমে অলিম্পিক ডে রান–এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন সেনাবাহিনী প্রধান। এই আয়োজনে অংশ নেয় বিভিন্ন বয়সের মানুষ, ক্রীড়াবিদ, স্কুল-কলেজের শিক্ষার্থী ও ক্রীড়া সংগঠনের প্রতিনিধিরা।
ভিওডি বাংল/ডিআর
মেহেরীন চৌধুরীর সমাধিতে বিমানবাহিনীর শ্রদ্ধা
উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষিকা মেহেরীন চৌধুরীর সমাধিতে পুষ্পস্তবক …

মাইলস্টোনে মৃত্যু ২৯, হাসপাতালে ৬৯ : স্বাস্থ্য অধিদপ্তর
রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের …

এগিয়ে যাচ্ছে জাতীয় সনদ প্রক্রিয়া : আলী রীয়াজ
জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, আজকের আলোচনা …
