বগুড়ায় পদ ফিরে পেলেন যুবদলের ৫ নেতা


বগুড়া প্রতিনিধি
বগুড়া জেলা যুবদলের পাঁচ নেতার ওপর আরোপিত দলীয় পদ স্থগিতাদেশ প্রত্যাহার করেছে সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী কমিটি। তদন্তে অভিযোগের সত্যতা না পাওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সোমবার (২৩ জুন) এ সিদ্ধান্ত কার্যকর করেছেন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন।
স্থগিতাদেশ থেকে অব্যাহতি পাওয়া নেতারা হলেন—জেলা যুবদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক সুজাউল ইসলাম সুমন, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ইনছান আলী, সহ-সাংগঠনিক সম্পাদক আহসান হাবীব সেলিম, সহ-কর্মসংস্থান বিষয়ক সম্পাদক মাসুদ রানা এবং সদস্য সজল হোসাইন রহমত।
এর আগে, চলতি বছরের ১৬ ফেব্রুয়ারি সুনির্দিষ্ট কয়েকটি অভিযোগের ভিত্তিতে তাদের প্রাথমিক সদস্যপদসহ যুবদলের সব পর্যায়ের দায়িত্ব সাময়িকভাবে স্থগিত করা হয়। তবে পরবর্তী সময়ে যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করে অভিযোগগুলোর সত্যতা যাচাই করা হয়।
তদন্তে অভিযোগের সত্যতা না পাওয়ায় কেন্দ্রীয় কমিটি ওই পাঁচ নেতার স্থগিতাদেশ প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়। এরই মধ্যে তা কার্যকরও করা হয়েছে বলে জানা গেছে।
বগুড়া জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু হাসান বলেন, যে অভিযোগে এই পাঁচ নেতাকে স্থগিতাদেশ দেওয়া হয়েছিল, তা নিয়ে তদন্ত করে কেন্দ্রীয় যুবদল। তদন্তে অভিযোগের সত্যতা না পাওয়ায় কেন্দ্রীয় কমিটি ওই পাঁচ নেতার স্থগিতাদেশ প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়।
ভিওডি বাংলা/ডিআর
বরিশাল-ঢাকা মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ
মহাসড়ক অবরোধ করে বরিশাল শিক্ষাবোর্ডের মূল ফটক আটকে দিয়ে বিক্ষোভ …

তাড়াশের দলিল লেখক সমিতির সাবেক সভাপতির লাইসেন্স বাতিল
সিরাজগঞ্জের তাড়াশে দলিল লেখক সমিতির নামে সিন্ডিকেট করে ভূমি রেজিস্ট্রেশনে …

যশোরে মুরগি বিক্রির বাকি টাকা চাওয়াতে পিটিয়ে হত্যা
যশোরে মুরগি বিক্রির পাওনা টাকা চাওয়াতে আবু বক্কার (৫৩) নামে …
