• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

দেশ রক্ষায় নির্বাচন চায় বিএনপি- আবদুস সালাম

   ২৪ জুন ২০২৫, ০৩:১৭ পি.এম.
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম বলেছেন, ‘দীর্ঘ ১৭ বছরে দেশের ১২ টা বাজিয়ে দিয়েছে শেখ হাসিনা ও আওয়ামী লীগ সরকার। শেখ হাসিনা ব্যাংকগুলো ফাঁকা করে দিয়েছে; অর্থনীতিরও ১২ টা বাজিয়ে দিয়েছে। শেখা হাসিনা ভেবেছিলা তার জনগণের দরকার নেই। ভারতকে টিক রাখলেই তিনি ক্ষমতাই থাকতে পারবে।’

মঙ্গলবার (২৪ জুন) শেরে বাংলা নগর থানা বিএনপির সদস্য ফরম নবায়ন কমসুচিতে এসব কথা বলেন তিনি।

অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্যে করে তিনি বলেন, ‘দেশকে রক্ষা করার জন্য ,গণতন্ত্রকে ফিরিয়ে দেওয়ার জন্য, মানুষের মৌলিক অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য আমরা নির্বাচন চাই, আমরা ক্ষমতায় যেতে চাই। বিএনপিই একমাত্র পারে সেগুলো ফিরিয়ে দিতে। আওয়ামী লীগ যে পারে না সেটা বার বার প্রমাণিত হয়েছে। দেশের সব কিছু লুটপাট করে নিয়ে গিয়েছে আওয়ামী লীগ। কিন্তু আমার নেতা (ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান) বলেন, লুটপাট হয়ে গেলেও ফেরত নিতে যাবেন না। ১৯৭৩ সালে মওলানা ভাসানী বলে ছিল মুজিব তোমার ছাএলীগ, যুবলীগ,তোমার লালবাহিনী থামাও; ওরা সব লুটপাট করে দেশটাকে ধ্বংস করে দিচ্ছে। অথচ আওয়ামী লীগের নেতারা বলেছিল, আমাদের নেতারা এত কষ্ট করেছে , তারা একটু খাক। এই যে খাইল, দেশও খাইছে ,শেখ মুজিবরে ও খেয়ে ফেলেছে।’

ভিওডি বাংলা/ রিজভী/ এমপি

 

 


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উন্নত ও গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠার মূলমন্ত্র নজরুলের চেতনা: রিজভী
উন্নত ও গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠার মূলমন্ত্র নজরুলের চেতনা: রিজভী
রুমিন ফারহানা উত্তেজিত হয়ে তেড়ে আসেন : আতাউল্লাহ
রুমিন ফারহানা উত্তেজিত হয়ে তেড়ে আসেন : আতাউল্লাহ
পিআর পদ্ধতিতে নির্বাচন সবার জন্য কল্যাণকর : রেজাউল করীম
পিআর পদ্ধতিতে নির্বাচন সবার জন্য কল্যাণকর : রেজাউল করীম