• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

চাটমোহরে বিস্ফোরক মামলায় দুই আ.লীগ নেতা গ্রেপ্তার

   ২৪ জুন ২০২৫, ০৪:৩৪ পি.এম.
আটককৃতদের একজন খলিলুর রহমান। ছবি: সংগৃহীত।

পাবনা প্রতিনিধি:

পাবনার চাটমোহরে বিস্ফোরক আইনে পলাতক দুই আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।সোমবার (২৩ জুন) রাতে অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।

মঙ্গলবার (২৪ জুন) সকালে তাদের আদালতের মাধ্যমে পাবনা জেলহাজতে পাঠানো হয়েছে।

আটককৃতরা হলেন, উপজেলার মূলগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও শিবপুর গ্রামের মৃত জামাল উদ্দিনের ছেলে খলিলুর রহমান ও ফৈলজানা ইউনিয়ন কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পবাখলী গ্রামের তাজেম সরদারের ছেলে জাহিদুল ইসলাম ডাবলু।

এ  বিষয়ে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল আলম জানান,  আটককৃত দুই আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে হরিপুর ইউনিয়নে বিস্ফোরণ ঘটনায় দায়েরকৃত মামলার এজাহারভুক্ত আসামী ছিলেন। তারা দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন। মঙ্গলবার সকালে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

ভিওডি বাংলা/এম এস রহমান/এম 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নির্বাচন জনগণের অধিকার প্রতিষ্ঠার মাধ্যম: শ্যামল
নির্বাচন জনগণের অধিকার প্রতিষ্ঠার মাধ্যম: শ্যামল
ফেনীর রেলগেইট এলাকায় ব্যাটারিচালিত অটোচালককে কুপিয়ে হত্যা
ফেনীর রেলগেইট এলাকায় ব্যাটারিচালিত অটোচালককে কুপিয়ে হত্যা
মিঠামইনে বৃদ্ধ কৃষককে গলা কেটে হত্যা
মিঠামইনে বৃদ্ধ কৃষককে গলা কেটে হত্যা