• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

আজ ঐকমত্য কমিশনের দ্বিতীয় পর্যায়ের ষষ্ঠ দিনের বৈঠক

   ২৫ জুন ২০২৫, ১১:৪৪ এ.এম.
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় পর্যায়ের ষষ্ঠ দিনের বৈঠক আজ। এদিন রাষ্ট্রের মূলনীতি, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, জাতীয় সাংবিধানিক কাউন্সিল ও রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি নিয়ে আলোচ্য বিষয়গুলো গুরুত্ব পাবে।

বুধবার (২৫ জুন) সকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংস্কার কমিশনগুলোর প্রস্তাবিত সংস্কার ঐক্যমতে পৌঁছানোর লক্ষ্যে সকল রাজনৈতিক দলগুলোর সঙ্গে অনুষ্ঠিত হবে এ বৈঠক। এ বৈঠকে সভাপতিত্ব করবেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ।

এর আগে প্রথম দফায় বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপি, সিপিবি, নাগরিক ঐক্য, গণসংহতি আন্দোলন, গণ অধিকার পরিষদ, এবি পার্টিসহ ৩৩টি রাজনৈতিক দল ও জোটের সঙ্গে ৪৫টি অধিবেশনে আলোচনা করেছে কমিশন।

রোববার (২২ জুন) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রধানমন্ত্রীর মেয়াদ নিয়ে বিএনপিসহ ৩টি দল ঐকমত্যে পৌঁছাতে পারেনি বলে জানান জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ।
 
ভিওডি বাংলা/ডিআর
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফ্যাসিবাদী শক্তির অবশিষ্টাংশ প্রতিহত করব
ফ্যাসিবাদী শক্তির অবশিষ্টাংশ প্রতিহত করব
নিরাপত্তা প্রটোকল সরবরাহ করবে পুলিশ
নিরাপত্তা প্রটোকল সরবরাহ করবে পুলিশ
গণমাধ্যম সংস্কার কমিশনের একটি সুপারিশও বাস্তবায়ন করেনি সরকার
গণমাধ্যম সংস্কার কমিশনের একটি সুপারিশও বাস্তবায়ন করেনি সরকার