• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

পুতিনের সহযোগিতার প্রস্তাবে সাড়া দেননি ট্রাম্প

   ২৫ জুন ২০২৫, ১২:৩৩ পি.এম.
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক

ইরান-ইসরাইল সংঘাত বন্ধে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ট্রাম্পকে সহায়তার প্রস্তাব দিয়েছিলেন। এমনটাই জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু তিনি নেননি।

ফক্স নিউজের বরাত দিয়ে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম সিএনএন।

ন্যাটো শীর্ষ সম্মেলনে যাওয়ার সময় সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘আপনারা যেমনটা জানেন, ভ্লাদিমির আমাকে ফোন করেছিলেন। তিনি বলেছিলেন, আমি কি আপনাকে ইরানের ব্যাপারে সাহায্য করতে পারি? আমি বলেছিলাম, না। ইরানের ব্যাপারে আমার সাহায্যের দরকার নেই। আপনার ব্যাপারে আমার সাহায্যের দরকার। আমি আশা করি আমরা রাশিয়ার সাথে একটি চুক্তি করতে যাচ্ছি। যা এরইমধ্যে হতাশার জন্ম দিয়েছে। গত সপ্তাহে ছয় হাজার সৈন্য মারা গেছেন।’
 
ট্রাম্পের এই মন্তব্য এমন এক সময় এলো যখন হেগে ২৪-২৫ জুন ন্যাটো শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। যেখানে ট্রাম্প ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাথে দেখা করবেন বলে আশা করা হচ্ছে।

ট্রাম্প আরও বলেন, তিনি রাশিয়ার সাথে একটি চুক্তি দেখতে চান। অথচ ইউক্রেন এবং তার পশ্চিমা অংশীদারদের নিঃশর্ত যুদ্ধবিরতির আহ্বান উপেক্ষা করে কিয়েভে ফের হামলা শুরু করেছে রাশিয়া।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জাপানে ৬.৭ মাত্রার ভূমিকম্প, জারি সুনামি সতর্কতা
জাপানে ৬.৭ মাত্রার ভূমিকম্প, জারি সুনামি সতর্কতা
‘মাফিয়া আউট’ স্লোগানে উত্তাল বুলগেরিয়ার রাজপথ
‘মাফিয়া আউট’ স্লোগানে উত্তাল বুলগেরিয়ার রাজপথ
মিয়ানমারে হাসপাতালে জান্তার বিমান হামলা: নিহত ৩১, আহত ৬৮
মিয়ানমারে হাসপাতালে জান্তার বিমান হামলা: নিহত ৩১, আহত ৬৮