• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

বিএনপির সঙ্গে রাজনৈতিক সমঝোতায় আগ্রহী চীন

   ২৫ জুন ২০২৫, ১২:৫৩ পি.এম.
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ জাতীয়তাবাদ দল- বিএনপির সঙ্গে চীনা কমুনিস্ট পার্টি রাজনৈতিক সমঝোতা স্মারকে আগ্রহী। বিএনপি নেতাদের সঙ্গে বৈঠকে চীনা কমুনিস্ট পাটি আন্তর্জাতিক বিভাগের মিনিস্টার লি জিয়াং ঝাও এই আগ্রহের কথা জানান।

এছাড়াও এক চীন নীতির ব্যাপারে বিএনপির সুস্পষ্ট অবস্থানকে চিনা কমুনিস্ট পার্টি স্বাগত জানিয়েছে বলেও বিএনপির তরফে জানানো হয়েছে।

বিএনপির প্রতিনিধি দলের বরাত দিয়ে মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন, বৈঠকে চীন তথা বিশ্বব্যাপী উন্নয়ন ও জনকল্যাণে প্রসিডেন্ট শি চিন পিং- এর বেল্ট এ্যান্ড রোড ইনিশিয়েটিভকে যুগান্তকারী ও অবিশ্বাস্য হিসাবে বর্ণনা করে বিএনপির পক্ষ থেকে প্রেসিডেন্টকে অভিনন্দন জানানো হয়।

বৈঠকে বিএনপির পক্ষ থেকে বাংলাদেশের অবকাঠামো উন্নয়ন ও কর্মসংস্থান সংশ্লিষ্ট উন্নয়ন প্রকল্পে চীনের অধিকতর অংশগ্রহণের প্রত্যাশা ব্যক্ত করা হয়।

পরে বিএনপির উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল তাদের সন্মানে চীন কমুনিস্ট পার্টি আন্তর্জাতিক বিভাগের ভাইস মিনিস্টার মিজ সুন হাইয়ান আয়োজিত মধ্যাহ্ন ভোজে যোগ দেন।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সরকারের বিভিন্ন কর্মকাণ্ডে আমরা হতাশ: সালাহউদ্দিন
সরকারের বিভিন্ন কর্মকাণ্ডে আমরা হতাশ: সালাহউদ্দিন
‘নোট অব ডিসেন্ট’ বাদ দিয়ে প্রতারণা করেছেন: ফখরুল
‘নোট অব ডিসেন্ট’ বাদ দিয়ে প্রতারণা করেছেন: ফখরুল
জুলাই সনদ রাজনৈতিক ফাঁকা বচন নয়: নাসীরুদ্দীন
জুলাই সনদ রাজনৈতিক ফাঁকা বচন নয়: নাসীরুদ্দীন