• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

গণসংহতি আন্দোলনের সম্মেলনের তারিখ ঘোষণা

   ২৫ জুন ২০২৫, ০৩:১৭ পি.এম.
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় সম্মেলনের তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ১০-১২ অক্টোবর দলের এই পঞ্চম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (২৪ জুন) রাজধানীর হাতিরপুলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য দলের নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল এই তারিখ ঘোষণা করেন। জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে গণসংহতি আন্দোলনের কর্মসূচি ঘোষণা এবং দলের সদস্য নবায়ন ও সদস্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন উপলক্ষে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

এ সময় আবুল হাসান রুবেল জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তিতে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেন।

কর্মসূচির মধ্যে রয়েছে—৪ জুলাই: জুলাই যোদ্ধা এবং শহীদ পরিবার ও আহতদের সম্মিলন; ৫ জুলাই: গণসংহতি আন্দোলনের তরুণ জুলাই যোদ্ধাদের নতুন বাংলাদেশ ভাবনা নিয়ে মতবিনিময় ও বিশেষ জাতীয় বর্ধিত সভা; ১৬ জুলাই: শহীদ আবু সাঈদের স্মৃতিবিজড়িত রংপুর জেলায় জুলাই সমাবেশ; ২৫ জুলাই: ঢাকায় জুলাই গণসমাবেশ; ১ আগস্ট: শহীদ জুলফিকার শাকিলের স্মৃতিবিজড়িত ঢাকার মিরপুরে জুলাই সমাবেশ; ৪ আগস্ট: জুলাই-আগস্টের শহীদদের শ্রদ্ধাঞ্জলি। এ ছাড়া বিভিন্ন বন্ধুপ্রতিম গণসংগঠনগুলো মাসব্যাপী নানা কর্মসূচি পালন করবে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন দলের রাজনৈতিক পরিষদ সদস্য মনির উদ্দিন পাপ্পু সম্পাদকমণ্ডলীর সদস্য বাচ্চু ভূঁইয়া, জুলহাসনাইন বাবু, দিপক কুমার রায়, কেন্দ্রীয় সদস্য আলিফ দেওয়ান, ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক মনিরুল হুদা বাবন, জাতীয় পরিষদ সদস্য পপী রানী সরকার, তৌহিদুর রহমানসহ আঞ্চলিক নেতারা।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিএনপির শোকজের জবাব দিলেন ফজলুর রহমান
বিএনপির শোকজের জবাব দিলেন ফজলুর রহমান
ফেব্রুয়ারির মধ্যেই সংস্কার ও বিচার সম্ভব : হাসনাত
ফেব্রুয়ারির মধ্যেই সংস্কার ও বিচার সম্ভব : হাসনাত
নির্বাচন বিরোধীরা রাজনীতির মাঠ থেকে মাইনাস হয়ে যাবে: সালাহউদ্দিন
নির্বাচন বিরোধীরা রাজনীতির মাঠ থেকে মাইনাস হয়ে যাবে: সালাহউদ্দিন