সারাদেশে সুষ্ঠুভাবে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে : শিক্ষা উপদেষ্টা


নিজস্ব প্রতিবেদক
সারা দেশে সুষ্ঠু ও সুন্দর পরিবেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার।
বৃহস্পতিবার (২৬ জুন) সকালে রাজধানীর ভাসানটেক সরকারি কলেজ ও সরকারি বাঙলা কলেজ কেন্দ্র পরিদর্শন শেষে এ কথা বলেন তিনি।
উপদেষ্টা জানান, পরীক্ষার প্রথম দিন থেকেই কেন্দ্রগুলোতে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশ বজায় রয়েছে। পরীক্ষার্থীরা সময়মতো কেন্দ্রে উপস্থিত হয়ে নির্ধারিত নিয়ম অনুযায়ী পরীক্ষা শুরু করেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, শিক্ষা প্রশাসন ও সংশ্লিষ্ট সবার সমন্বিত প্রচেষ্টায় একটি সুচারু ও নিয়ন্ত্রিত পরিবেশ নিশ্চিত করা সম্ভব হয়েছে।
তিনি বলেন, প্রশ্নফাঁসের গুজব প্রতিরোধ এবং নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ সতর্কতা ও প্রস্তুতি গ্রহণ করেছে। এখন পর্যন্ত কোথাও এ ধরনের কোনো অনিয়ম বা সমস্যা দেখা যায়নি।
এ সময় সংশ্লিষ্ট কেন্দ্রের অধ্যক্ষ, কেন্দ্র সচিব, কক্ষ পরিদর্শকসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, বৃহস্পতিবার সকাল ১০টা থেকে সারা দেশে একযোগে শুরু হয়েছে ২০২৫ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা। লিখিত অংশের পরীক্ষা চলবে আগামী ১০ আগস্ট পর্যন্ত। এ বছর মোট পরীক্ষার্থীর সংখ্যা ১২ লাখ ৫১ হাজার ১১১ জন।
ভিওডি বাংলা/ডিআর
‘আমার বাবাকে প্রকাশ্যে হত্যা করে মিছিল করেছে’
রাজধানীর মিটফোর্ড হাসপাতালের (স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ) সামনের সড়কে ভাঙ্গারি …

৩ বিভাগে ভারি বৃষ্টির আভাস, পাহাড় ধসের শঙ্কা
উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ-বাংলাদেশ উপকূলীয় এলাকায় সৃষ্টি হওয়া নিম্নচাপের …

মাইলস্টোনে ট্র্যাজেডি : নিহত বেড়ে ৩৩, চিকিৎসাধীন ৫০
রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমানবাহিনীর …
