• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
প্রগতি লাইফ ইন্সুইরেন্স কোম্পানী গুনাগরী সার্ভিসিং সেল কর্তৃক আয়োজিত সাপ্তাহিক উন্নয়ন সভা শেরপুরে বিজিবির ভারতে পাচারকালে ৬৩ কেজি শিং মাছ জব্দ বাকৃবিতে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কার জুলাই ৩৬ হলের ১৫ ছাত্রী ফুলবাড়ীতে  চরাঞ্চলে বাল্যবিবাহ প্রতিরোধে  কিশোরী ও অভিভাবক সমাবেশ গোয়ালন্দে জুয়ার আসর থেকে ৮ জন গ্রেপ্তার বিমান দুর্ঘটনায় নিহত শিশুদের দায় সরকার এড়াতে পারে না শিবির জাতীয় সংগীত মানে না, তাই ঐক্য অসম্ভব : নাছির দেশকে সুশৃঙ্খল অবস্থানে আনতে একটি কার্যকর নির্বাচন লাগবে মেহেরীন চৌধুরীর সমাধিতে বিমানবাহিনীর শ্রদ্ধা রাজবাড়ীতে ওয়ারেন্টভুক্ত ছয় আসামি গ্রেপ্তার

সরকারি জমিতে চলছে প্রভাবশালীর ভবন নির্মাণ, জানেনা প্রশাসন

   ২৬ জুন ২০২৫, ০২:৫৭ পি.এম.

কুষ্টিয়া প্রতিনিধি: 

কুষ্টিয়ার খোকসা পৌরসভার হাওয়া ভবন এলাকায় গড়াই নদীর তীরে সরকারি জমি দখল করে বহুল ভবন নির্মাণ করছেন প্রভাবশালী মেসার্স আলম ট্রেডার্সের প্রোফাইটর রহুল আলম টুটুল। প্রকাশ্যে প্রায় দুই মাস ধরে অবৈধ ভাবে পাকা ভবন নির্মাণের কাজ চললেও নিরব প্রশাসন। এতে চরম ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা।

বৃহস্পতিবার(২৬ জুন) দুপুরে সরেজমিন গিয়ে দেখা যায়, খোকসা শহর - কমলাপুর সড়কের হাওয়া ভবন এলাকায় অবস্থিত মেসার্স আলম ট্রেডার্স। দোকানটিতে হার্ডওয়ারের মালামাল বিক্রি করা হয়। দোকানের পিছনে গড়াই নদী। নদীর তীর ঘেঁষে সরকারি জমিতে পাকা ভবন নির্মাণ করা হয়েছে। ভবনের ভিতরে কয়েকজন শ্রমিক কাজ করছেন।

এ সময় নাম প্রকাশে অনুচ্ছুক এক শ্রমিক বলেন, ঘরের ভিতরে কয়েক ফিট সরকারি জমি আছে। ভবন মালিক টুটুলের সঙ্গে কথা বলেন।

নাম প্রকাশ না করা শর্তে স্থানীয়রা জানান, প্রায় দুই মাস ধরে গড়াই নদী ও সরকারি জমি দখল করে বহুতল মার্কেট নির্মাণ করছেন প্রভাবশালী টুটুল। ভয়ে কেউ প্রতিবাদ করেনা। প্রশাসনও কোনো ব্যবস্থা নেয়না।

তবে সরকারি জমি দখল করে পাকা ভবন নির্মাণ করার কথা স্বীকার করেছেন ব্যবসায়ী রুহুল আলম টুটুল। তিনি বলেন, ব্যবসা প্রতিষ্ঠান বড় করার জন্য নতুন ভবন নির্মাণের কাজ চলছে। ভবনের পিছনের দিকে অল্প কয়েক হাত সরকারি জমি আছে। প্রশাসন ভেঙে দিলে উঠে যাবো।

কুষ্টিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো রাশিদুর রহমান বলেন, নদীর তীরবর্তী হলেও স্থানটি ১ নম্বর খাস খতিয়ানের। বিষয়টি জেলা প্রশাসনের রাজস্ব শাখা দেখভাল করে।

গেল দুইমাস ধরে অবৈধভাবে ভবন নির্মাণের কাজ চললেও বিষয়টি নলেজে নেই বলে জানালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) প্রদীপ্ত রায় দীপন। তিনি ফোনে বলেন, খোঁজখবর নিয়ে খুব দ্রুতই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ভিওডি বাংলা/এম 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়