এইচএসসি পরীক্ষার্থীদের সহায়তায় কুড়িগ্রাম জেলা ছাত্রদল


কুড়িগ্রাম প্রতিনিধিঃ
চলমান এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশগ্রহণকারী পরীক্ষার্থী ও তাদের অভিভাবকদের পাশে দাঁড়িয়েছে কুড়িগ্রাম জেলা ছাত্রদল। কেন্দ্রীয় ছাত্রদলের নির্দেশনায় বৃহস্পতিবার (২৬ জুন) সকাল থেকে কুড়িগ্রাম সরকারি কলেজ ও মজিদা আদর্শ ডিগ্রি কলেজের মূল ফটকে হেল্প ডেস্ক স্থাপন করে পরীক্ষার্থীদের মধ্যে কলম, পানির বোতল ও ফুল বিতরণ করে তারা।
এই মানবিক সহায়তা কার্যক্রমে অংশ নেন মজিদা কলেজ ছাত্রদলের সদস্য সচিব নাঈম ইসলাম, সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক আসাদুজ্জামান আকাশ, সদস্য সচিব মিলন রহমান, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল রানা ও বিপুলসহ অন্যান্য নেতৃবৃন্দ।
পরীক্ষার্থীদের মধ্যে অনেকেই ছাত্রদলের এমন সহায়তায় আনন্দ প্রকাশ করেন। কুড়িগ্রাম সরকারি কলেজ কেন্দ্রে পরীক্ষায় অংশ নেওয়া শাহানাজ পারভীন জানান, "কলেজে ঢোকার সময় বড় ভাইদের কাছ থেকে কলম ও পানি পেয়ে খুব ভালো লেগেছে।"
এক অভিভাবক মোছাঃ মনোয়ারা বেগম বলেন, "ছাত্রদলের এমন আয়োজন প্রশংসনীয়। আমার মেয়ের হাতে তারা কলম ও পানির বোতল তুলে দিয়েছে, আমাদের জন্য বসার ব্যবস্থাও করেছে।"
কলেজের অধ্যক্ষ মির্জা মো. নাসির উদ্দীন ছাত্রদলের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, "গতবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায়ও শিক্ষার্থীদের পাশে ছিল ছাত্রদল। এবার এইচএসসি পরীক্ষার্থীদের জন্য হেল্প ডেস্ক স্থাপন করে প্রশংসনীয় কাজ করেছে তারা।"
ছাত্রবান্ধব এমন উদ্যোগ নিয়মিত করার প্রত্যাশা জানিয়েছেন সংশ্লিষ্টরা।
ভিওডি বাংলা/এম
রাজবাড়ীতে ওয়ারেন্টভুক্ত ছয় আসামি গ্রেপ্তার
গোয়ালন্দে নারী-শিশুর সুরক্ষা বিষয়ক কর্মশালা
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লীর নারী ও শিশুদের সুরক্ষা নিশ্চিত …

হরিপুরে গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল বিতরণ
ঠাকুরগাঁওয়ের হরিপুরে ৬টি ইউনিয়নের ৫০ জন গ্রাম পুলিশকে বাইসাইকেল, পোশাক …
