• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

   ২৬ জুন ২০২৫, ০৩:২০ পি.এম.
ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে।  বৃহস্পতিবার (২৬ জুন) দুপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এএসএম আমানুল্লাহ এক সাংবাদিক সম্মেলনে এই ফল ঘোষণা করেন।

তিনি জানান, ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিল পাঁচ লাখ ৬০ হাজার ৫৯৫ জন। এরমধ্যে উত্তীর্ণ হয়েছে চার লাখ ৬০ হাজার ৭০৬ জন। 

তিনি জানান, জাতীয় বিশ্ববিদ্যালয় চার লাখ ৪০ হাজার আসন রয়েছে। এদের মধ্যে যারা অনার্সে ভর্তি হতে পারবে না তারা পাস কোর্স, কারিগরি এবং অন্য শাখায় ভর্তি হতে পারবে।

ওয়েবসাইটে ফল দেখার নিয়ম

প্রথমে Admission result 2025  ওয়েবসাইটে যেতে হবে। পরে সাইনইন পৃষ্ঠায় নিজ পিন নম্বর ও পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে।

লগইন করার পর ড্যাশবোর্ডে ‘ফলাফল’ অপশনটি নির্বাচন করতে হবে। সেখানে ফলাফল দেখা যাবে। এছাড়া ফলাফল শিটটি ডাউনলোড বা প্রিন্ট করা যাবে।

মোবাইল ফোনে এসএমএসে 

মোবাইল ফোনে এসএমএস পাঠালেও ফিরতি বার্তায় ফল জানিয়ে দেওয়া হবে। সেক্ষেত্রে NUAT লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে 16222 নম্বরে পাঠাতে হবে। ফিরতি এসএমএসে ফল জানা যাবে।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেন্ট্রাল ইউনিভার্সিটির ‘খ’ ইউনিটে আসনপ্রতি লড়বেন ৬ জন
সেন্ট্রাল ইউনিভার্সিটির ‘খ’ ইউনিটে আসনপ্রতি লড়বেন ৬ জন
ইসলামী বিশ্ববিদ্যালয়ে ইকসু গঠনের দাবিতে নতুন প্ল্যাটফর্মের আত্মপ্রকাশ
ইসলামী বিশ্ববিদ্যালয়ে ইকসু গঠনের দাবিতে নতুন প্ল্যাটফর্মের আত্মপ্রকাশ
সেন্ট্রাল ইউনিভার্সিটিতে প্রথম ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত আজ
সেন্ট্রাল ইউনিভার্সিটিতে প্রথম ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত আজ