• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

সবধরনের সেবা চালুর ঘোষণা দিলেন ডিএসসিসির প্রশাসক

   ২৬ জুন ২০২৫, ০৩:৫৫ পি.এম.
৪৩ দিন পর কার্যালয়ে এসেছেন ডিএসসিসির প্রশাসক মো. শাহজাহান মিয়া। ছবি সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. শাহজাহান মিয়া ৪৩ দিন পর নগর ভবনে এসেছেন। জানিয়েছেন সবধরনের সেবা কার্যক্রম শুরুর কথা।

বৃহস্পতিবার (২৬ জুন) দুপুর দেড়টার দিকে নগর ভবনে এসে এক সংবাদ সম্মেলনে কাজ শুরুর ঘোষণা দেন শাহজাহান মিয়া।

তিনি বলেন, ‘আমরা আর পেছনের দিকে তাকাতে চাই না। আমরা সামনে এগিয়ে যাব। সামনে অগ্রাধিকার ভিত্তিতে অনেকগুলো কাজ করব। এর মধ্যে বাজেট প্রণয়নের কাজটি দ্রুত শেষ করা হবে।’

বিএনপি নেতা ইশরাক হোসেনকে ডিএসসিসির মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেয়ার দাবিতে গত ১৪ মে থেকে আন্দোলনে নামেন তার সমর্থকরা। নগর ভবনের প্রধান ফটকের সামনে অবস্থান নেন তারা। এমনকি ইশরাক সমর্থক কর্মচারীরা নগর ভবনের ভেতরে অবস্থান নিয়ে আন্দোলন করেন। ফলে ১৪ মে থেকে ডিএসসিসির প্রশাসক নগর ভবনে আসতে পারেননি।
 
ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আ’লীগ ২০১৪ সালের পর দেউলিয়া হয়ে গেছে : তথ্য উপদেষ্টা
আ’লীগ ২০১৪ সালের পর দেউলিয়া হয়ে গেছে : তথ্য উপদেষ্টা
ঘাট মানুষের সম্পদ, দখল হতে দেওয়া চলবে না: সাখাওয়াত
ঘাট মানুষের সম্পদ, দখল হতে দেওয়া চলবে না: সাখাওয়াত
বাংলাদেশের কূটনীতিতে ভারসাম্যই মূলনীতি: পররাষ্ট্র উপদেষ্টা
বাংলাদেশের কূটনীতিতে ভারসাম্যই মূলনীতি: পররাষ্ট্র উপদেষ্টা