• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

বেবিচক চেয়ারম্যানকে প্রত্যাহার

   ২৬ জুন ২০২৫, ০৫:২৫ পি.এম.
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

হঠাৎ করেই বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম‍্যান এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুরুল কবীর ভুঁইয়াকে প্রত‍্যাহার করা হয়েছে। 

বৃহস্পতিবার (২৬ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে তার প্রত্যাহারের বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

তবে কী কারণে তাকে প্রতাহার করা হয়েছে জানা যায়নি। মঞ্জুরুল কবীর ভুঁইয়া বর্তমানে কক্সবাজারে অবস্থান করছেন।  

ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতনের পর গত ৯ আগস্ট ঢাকা সেনানিবাসের বিমান সচিব শাখার বিমান বাহিনী সদর দপ্তর এক বিজ্ঞপ্তিতে জানায়, বেবিচক চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর ভূঁইয়া। এর আগে তিনি চট্টগ্রামের বিমান বাহিনীর জহুরুল হক ঘাঁটিতে এয়ার অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হাসিনাকে অনুসরণ করলে দলগুলোর দায়বদ্ধতা বাড়বে
হাসিনাকে অনুসরণ করলে দলগুলোর দায়বদ্ধতা বাড়বে
বাংলাদেশ জেলের নতুন নাম ‘কারেকশন সার্ভিসেস বাংলাদেশ’
বাংলাদেশ জেলের নতুন নাম ‘কারেকশন সার্ভিসেস বাংলাদেশ’
পিলখানায় বিজিবি-বিএসএফ সীমান্ত সম্মেলন শুরু
পিলখানায় বিজিবি-বিএসএফ সীমান্ত সম্মেলন শুরু