• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ব্যবসায়ীর দাড়ি ধরে হেনস্তার ঘটনায় অভিযুক্ত গ্রেপ্তার

   ২৭ জুন ২০২৫, ০৪:৪২ পি.এম.
ছবি: সংগৃহীত

মানিকগঞ্জ প্রতিনিধি

মানিকগঞ্জের ঘিওরে ব্যবসায়ীর দাড়ি ধরে হেনস্তা ও মারধরের ঘটনায় অভিযুক্ত নাসিম ভূইয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (২৭ জুন) সকালে বিশেষ অভিযান চালিয়ে সাভারের আশুলিয়া থানার নিশ্চিন্তপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে ডিবি। মানিকগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ইমতিয়াজ মাহবুব বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, গত ২৩ জুন রাতে ঘিওর বাসসট্যান্ড এলাকায় মানিক কম্পিউটার ও ট্রোনিং সেন্টারের সত্ত্বাধিকারী আলী আজম মানিককে তুচ্ছ ঘটনায় দাড়ি ধরে টানা হেচড়া ও মারধর করে নাসিম ভূইয়া। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করেন মানিক।

দাড়ি ধরে হেনস্তা ও মারধরের একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে নিন্দার ঝড় ওঠে। ঘটনার পর থেকে আত্মগোপনে থাকেন অভিযুক্ত নাসিম ভূইয়া।

পরে গোপন সংবাদের ভিত্তিতে মানিকগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) তাকে গ্রেপ্তার করে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার ইমতিয়াজ মাহবুব।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভৈরবে ট্রেনে হামলার বিচার দাবিতে আন্দোলন
ভৈরবে ট্রেনে হামলার বিচার দাবিতে আন্দোলন
ফেনীতে ‘এক টাকার বাজার’, পেল ৫০০ দুস্থ পরিবার
ফেনীতে ‘এক টাকার বাজার’, পেল ৫০০ দুস্থ পরিবার
সাতক্ষীরা রেড ক্রিসেন্ট কমিটির নির্বাচন আগামী ১০ নভেম্বর
সাতক্ষীরা রেড ক্রিসেন্ট কমিটির নির্বাচন আগামী ১০ নভেম্বর