• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি: জামায়াতের কর্মসূচি ঘোষণা

   ২৮ জুন ২০২৫, ০২:০০ পি.এম.
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শনিবার (২৮ জুন) দুপুরে মগবাজারে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে কর্মসূচির ঘোষণা করেন দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

কর্মসূচির মধ্যে রয়েছে-
১ জুলাই 
জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানে শহীদ, আহত ও পঙ্গুত্ববরণকারীদের জন্য দেশব্যাপী শাখায় শাখায় দোয়া অনুষ্ঠান

২-৪ জুলাই
দরিদ্র, অসহায়, দুস্থ ও ইয়াতিমদের মাঝে খাবার বিতরণ।

৮-১৫ জুলাই
জামায়াত নেতাদের শহীদ ও আহত পরিবারের সাথে সাক্ষাৎ, মতবিনিময় ও দোয়া অনুষ্ঠান।

১৬ জুলাই
শহিদ আবু সাঈদ স্মরণে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান (রংপুরে)।

১৯ জুলাই
ক) জামায়াত ঘোষিত ৭-দফা বাস্তবায়নের উদ্দেশ্যে সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশ,
খ) শহীদ পরিবার কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে আমীরে জামায়াতের অংশগ্রহণ।

২০-২৪ জুলাই
জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানের মূল উদ্দেশ্য ও গণ-প্রত্যাশা পূরণের লক্ষ্যে সেমিনার-সিম্পোজিয়াম।

২৫-২৮ জুলাই
জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানের উপর ডকুমেন্টারি প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

২৯-৩০ জুলাই
মহিলা ও ছাত্রীদের উদ্যোগে আলোচনা সভা।

১ আগস্ট
জাতীয় সেমিনার (শহীদ স্মারকের ইংরেজি ও আরবি অনুবাদের মোড়ক উন্মোচন)।

১-৩ আগস্ট
ছাত্রদের উদ্যোগে আলোকচিত্র প্রদর্শনী কর্মসূচি পালন।

৫ আগস্ট
দেশব্যাপী গণমিছিল পালন এবং রাষ্ট্রীয় কর্মসূচিতে জাতীয় ও স্থানীয়ভাবে অংশগ্রহণ।

৬-৮ আগস্ট
সাংবাদিক, শিক্ষক, চিকিৎসক, আইনজীবী, প্রকৌশলী ও আলেম-ওলামাদের উদ্যোগে আলোচনা সভা।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিএনপির প্রস্তাবের কড়া সমালোচনা জামায়াতের
বিএনপির প্রস্তাবের কড়া সমালোচনা জামায়াতের
ইসির সঙ্গে বৈঠকে জামায়াত
ইসির সঙ্গে বৈঠকে জামায়াত
নির্বাচন বানচালের চেষ্টা জনগণ মেনে নেবে না: ফারুক
নির্বাচন বানচালের চেষ্টা জনগণ মেনে নেবে না: ফারুক