• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

মানসিক স্বাস্থ্য সমস্যায় ভুগছে জুলাই আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীরা

   ২৮ জুন ২০২৫, ০৪:২২ পি.এম.
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

জুলাই-আগস্ট ২০২৪ সালের ছাত্র আন্দোলনের পর বড় একটি অংশের শিক্ষার্থীদের মধ্যে মারাত্মক মানসিক স্বাস্থ্য সমস্যা দেখা দিয়েছে।

সম্প্রতি জুলাই অভ্যুত্থান পরবর্তী স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সমস্যা নিয়ে 'সেন্টার ফর সাইকোলজিক্যাল হেলথ'র গবেষক সাদিয়া শারমিন ও 'সেন্টার ফর রিসার্চ ইন মাল্টিডিসিপ্লিন- সিআরএম' এর প্রধান গবেষক মাহাদী-উল-মোর্শেদের "Addressing psychological problems among undergraduate and post-graduate students after July-August movement in Bangladesh" শীর্ষক গবেষণায় এ তথ্য উঠে এসেছে।

গবেষণায় অংশ নিয়েছেন ঢাকা, রাজশাহী, রংপুর ও সিলেট অঞ্চলের ৩৭৫ জন শিক্ষার্থী, যাঁদের বয়স ২০ থেকে ২৫ বছরের মধ্যে। এদের অধিকাংশই ছিলেন আন্দোলনে সক্রিয় অংশগ্রহণকারী। গবেষণায় উঠে এসেছে, অংশগ্রহণকারী শিক্ষার্থীদের উল্লেখযোগ্য একটি অংশ অ্যাংজাইটি ডিজঅর্ডার (উদ্বেগজনিত সমস্যা), ডিপ্রেশন (হতাশা) এবং পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডারে (PTSD) ভুগছেন।

বিশেষ করে, পুরুষদের চেয়ে নারীরা মানসিক চাপে বেশি ভুগছেন। গবেষণায় দেখা যায়, ৫৭.৫% নারী শিক্ষার্থী PTSD-তে আক্রান্ত, যেখানে পুরুষ শিক্ষার্থীর মধ্যে হার ৪৮.৩১%। হতাশায় ভুগছেন ৩৫.২৫% নারী ও ২১.৬১% পুরুষ শিক্ষার্থী। এছাড়া উচ্চ মাত্রার উদ্বেগে রয়েছেন ৯২.৬৮% নারী এবং ৮৬.৭৩% পুরুষ শিক্ষার্থী।

মানসিক চাপের লক্ষণ যেগুলো শিক্ষার্থীদের মধ্যে বেশি দেখা গেছে: উদ্বেগ ও শ্বাসকষ্ট, ঘুমের ব্যাঘাত, অতিরিক্ত আত্মবিশ্বাসহীনতা, অতীত ঘটনার জন্য নিজেকে দায়ী করা, আত্মহত্যার চিন্তা ইত্যাদি।

এই গবেষণাটি পরিচালনা করেছেন সাদিয়া শারমিন এবং মাহাদী-উল-মোর্শেদ। তাঁরা মনে করেন, মানসিক স্বাস্থ্যের এই অবনতির পেছনে আন্দোলনের সময়কার ভয়, সহিংসতা ও ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা প্রধান কারণ।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তফসিলের ৪৮ ঘণ্টার মধ্যে পোস্টার, ব্যানার না সরালে ব্যবস্থা
তফসিলের ৪৮ ঘণ্টার মধ্যে পোস্টার, ব্যানার না সরালে ব্যবস্থা
নির্বাচন-গণভোটের প্রস্তুতি সম্পর্কে প্রধান উপদেষ্টাকে অবহিত করলেন সিইসি
নির্বাচন-গণভোটের প্রস্তুতি সম্পর্কে প্রধান উপদেষ্টাকে অবহিত করলেন সিইসি
সিনিয়র সাংবাদিক শওকত মাহমুদ গ্রেফতার
সিনিয়র সাংবাদিক শওকত মাহমুদ গ্রেফতার