• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

কুমারখালীতে সেতুর টোল বন্ধের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ

   ২৯ জুন ২০২৫, ০৭:৪৫ পি.এম.

কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি: 

কুষ্টিয়া কুমারখালী উপজেলার গড়াই নদীর উপর নির্মিত সৈয়দ মাছ- উদ রুমী সেতুর টোল। স্থানী ভাবে বন্ধের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন কুমারখালীর সর্বস্তরের মানুষ। এই সময় কুষ্টিয়া - রাজবাড়ী মহা সড়ক অবরোধ করে সর্বস্তরের জনগণ । সড়ক অবরোধের কারণে কুমারখালী আলাউদ্দিন নগর থেকে কুষ্টিয়া বি আর বি পর্যন্ত প্রায় ২৫ কিলোমিটার যানজট দেখা যায়। অবরোধের ফলে কুমারখালী - কুষ্টিয়া সড়কে যান চলাচল দীর্ঘসময়ের জন্য বন্ধ হয়ে যায়। 

তবে অ্যাম্বুলেন্স ও রোগী বহনকারী যানবাহন ছেড়ে দেওয়া হয়।  অবরোধের কারণে তীব্র যানজটের সৃষ্টি হয়। সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনীর একটি টিম গিয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করে। এই সময়  কুমারখালী উপজেলা নিবার্হী কর্মকর্তা মিকাইল ইসলাম ও সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মনজুরুল করিম ঘটনাস্থলে গিয়ে। বিক্ষোভকারীদের দাবি পূরণের আশ্বাস দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

রোববার (২৯ জুন) সকাল ১১ টার সময় কুমারখালীর সর্বস্তরের জনগণের ব্যানারে। গড়াই নদের ওপর নির্মিত কুষ্টিয়া-রাজবাড়ী মহাসড়কের  লাহিনীপাড়ায় অবস্থিত সেতুর টোলপ্লাজা এলাকায় এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে উপস্থিত ছিলেন, কুমারখালী উপজেলা জামায়াতের নায়েবে আমীর আফজাল হোসেন, এনসিপি নেতা  কে এম আর শাহিন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা,আলামিন হোসেন আকাশ, আশিক আহমেদ, নয়ন হাসান রবিন সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ এই সময় উপস্থিত ছিলেন।

মানববন্ধনে বক্তারা বলেন, ২০০৪ সালে ৩৫ কোটি টাকা ব্যয়ে সেতু নির্মাণ করে সওজ। ২০০৫ সাল থেকে ব্যবহারকারীদের কাছ থেকে ইজারাদারের মাধ্যমে টোল আদায় করা হয়। তবে সেতু নির্মাণের পর তিনগুণ টাকা টোল আদায় হয়েছে। তবুও ফ্যাসিবাদীরা টোলের নামে জনগণের কাছ থেকে চাঁদা আদায় করছিল। সে জন্য গত বছর ৫ আগস্ট জুলাই বিপ্লবের পর ছাত্রজনতা টোল আদায় বন্ধ করে দেন। সম্প্রতি টোল আদায়ের পাঁয়তারা করছেন ফ্যাসিবাদী সরকারি কর্মকর্তা। তবে স্থায়ীভাবে টোল বন্ধের দাবি জানান বক্তারা।

টোল আদায় বন্ধ না হওয়া পর্যন্ত এর বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যাবেন যতদিন না চূড়ান্তভাবে এটি বাতিল করা হয়। তার পরও যদি টোল আদায়ের চেষ্টা করা হয়, তবে আরও বড় কর্মসূচির মাধ্যমে প্রতিরোধ গড়ে তোলা হবে।

কুষ্টিয়া সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মঞ্জুরুল করীম বলেন, ৭ আগষ্ট থেকে টোল আদায় বন্ধ রয়েছে। সেতুর টোল আদায়ের বিষয়টি সড়ক ও জনপথ মন্ত্রণালয় দেখা শোনা করে। এখানে জনগণের চাওয়া হলো টোল আদায় বন্ধ করে দেওয়া। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়ে পদক্ষেপ নেয়া হবে।

ভিওডি বাংলা/ মোশারফ হোসেন/এম 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জায়গার বিরোধ নিয়ে কবর থেকে লাশ তোলার হুমকির অভিযোগ
বাঁশখালীতে জায়গার বিরোধ নিয়ে কবর থেকে লাশ তোলার হুমকির অভিযোগ
কুমারখালীতে পূর্ব শত্রুতার জেরে হামলা, আহত পাঁচ
কুমারখালীতে পূর্ব শত্রুতার জেরে হামলা, আহত পাঁচ
স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চাইলেন রাশেদ খান
ওসমান হাদি গুলিবিদ্ধ স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চাইলেন রাশেদ খান