• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

এনবিআরের শাটডাউনসহ সব কর্মসূচি প্রত্যাহার

   ২৯ জুন ২০২৫, ০৯:৫৬ পি.এম.
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

সরকারের আশ্বাসে এবং দেশের বৃহত্তর স্বার্থে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) শাটডাউনসহ সব কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছেন বিসিআই সভাপতি আনোয়ার-উল আলম চৌধুরী।

রোববার (২৯ জুন) রাত সোয়া ৯টার দিকে আন্দোলনরতদের সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এই তথ্য জানান।

এদিকে রাতে তেজগাঁও বিসিআই অফিসে ব্যবসায়ী সংগঠনের সঙ্গে বৈঠক শেষে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের সভাপতি হাসান মোহাম্মদ তারেক রিকাব্দার বলেন, সরকার এনবিআরের দাবিগুলো বোঝার চেষ্টা করেছে। অর্থ উপদেষ্টার সঙ্গে বৈঠকে এনবিআর খানিকটা আশ্বস্ত। সামনের দিনে যেন কোনো রকম অসুবিধা সৃষ্টি না হয়, সেটার ব্যপারে সরকারের তরফ থেকে আশ্বাস দেওয়া হয়েছে। 

আরও পড়ুন: অর্থ উপদেষ্টা-এনবিআর ঐক্য পরিষদের বৈঠক নিয়ে ধুম্রজাল

এর আগে সন্ধ্যায় জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চলমান সঙ্কট দ্রুত মেটাতে পাঁচ সদস্যের কমিটি গঠনের কথা জানান অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

কমিটির প্রধান করা হয়েছে জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবির খানকে। কমিটির অন্য সদস‍্যরা হলেন- গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং বাণিজ্য মন্ত্রণালয়ের চার উপদেষ্টা। 

ভিওডি বাংলা/ এমএইচ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পিলখানায় বিজিবি-বিএসএফ সীমান্ত সম্মেলন শুরু
পিলখানায় বিজিবি-বিএসএফ সীমান্ত সম্মেলন শুরু
বন্ধ প্লাটিনাম ক্রিয়েশন কারখানা পুনরায় চালুর দাবি
বন্ধ প্লাটিনাম ক্রিয়েশন কারখানা পুনরায় চালুর দাবি
মুন্সিগঞ্জের ঘটনায় দ্রুত ব্যবস্থা নেয়া হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
মুন্সিগঞ্জের ঘটনায় দ্রুত ব্যবস্থা নেয়া হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা