• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

তারেক রহমানের দেশে ফেরা বিষয়ে যা জানালো বিএনপি

   ৩০ জুন ২০২৫, ১০:১৪ এ.এম.
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার দিনক্ষণ চূড়ান্ত হলে দলের পক্ষ থেকে ঘোষণা দিয়ে জানানো হবে।

রোববার (২৯ জুন) মধ্যরাতে দলের মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ কথা জানান।

কয়েকটি গণমাধ্যমে তারেক রহমানের দেশে ফেরা নিয়ে প্রতিবেদনের জের ধরে মিডিয়া সেলের এ অবস্থান সামনে আসলো। 

শায়রুল কবির খান জানান, বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের লন্ডন থেকে বাংলাদেশে আসার বিষয়টি দলের পক্ষ থেকে ঘোষণা দিয়ে বলা হবে, যখন তার আসার তারিখ চূড়ান্ত হবে।

বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক মওদুদ হোসেন আলমগীর পাভেলের বরাতে শায়রুল কবির খান তারেক রহমানের দেশে ফেরার বিষয়টির গুরুত্ব এবং প্রয়োজনীয়তাকে ভিন্নতার দিকে ধাবিত না করার অনুরোধ জানান।

ভিওডি বাংলা/ডিআর

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য জীবন দিয়ে চেষ্টা করব
একটি সুযোগ দিন প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য জীবন দিয়ে চেষ্টা করব
ফ্যাসিবাদের ছায়া আর চাই না: শফিকুর রহমান
ফ্যাসিবাদের ছায়া আর চাই না: শফিকুর রহমান
আপনারা যে আস্থা রেখেছেন, তার প্রতিদান দেব
ইশরাক হোসেন আপনারা যে আস্থা রেখেছেন, তার প্রতিদান দেব