• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

তদবির ছাড়া এনসিপির আর কোনো কাজ নেই : তুষার

   ৩০ জুন ২০২৫, ১০:১৯ এ.এম.
গণমাধ্যম ব্যক্তিত্ব আব্দুন নূর তুষার ও তার পোস্টের কোলাজ । ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়, ঢাকার উপাচার্যের কাছে 'নতুনভাবে মেডিকেল অফিসার নিয়োগের অনুরোধ' শীর্ষক জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) একটি আবেদনপত্র ফেসবুকে শেয়ার করে স্ট্যাটাস দিয়েছেন জনপ্রিয় উপস্থাপক ও গণমাধ্যম ব্যক্তিত্ব আব্দুন নূর তুষার।

তুষার লিখেছেন, ‘এরা তদবির করে এখন মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ৫০০ ডাক্তার নিয়োগ দিতে বলছে। সঙ্গে শিক্ষক ২০০, নার্স ৫০০, চতুর্থ শ্রেণির কর্মচারী আর টেকনোলজিস্টও আছে প্যাকেটে।’

তিনি প্রশ্ন রাখেন, ‘বিশ্ববিদ্যালয় তো শুধু স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান নয়, এখানে চিকিৎসার মতো গুরুত্বপূর্ণ কাজ হয়।

সেখানে এরা নিজেদের মতো করে লোক নিয়োগ দিতে বলছে! এদের বেতন কোথা থেকে আসবে? এই পদগুলো কি অর্গানোগ্রামে আছে? এভাবে সরাসরি বিশ্ববিদ্যালয়কে চিঠি লেখা যায়? এই বুদ্ধি-মেধা নিয়ে এরা দেশ চালাবে?’

তুষার আরও বলেন, ‘তদবির ছাড়া এদের আর কোনো কাজ নাই। আহাদ নামের এই জনাবকে একটা চাকরি দেন, ডিউটি করুক। তার আগে প্রকাশ্যে ইন্টারভিউ নেন। কোটা, মেধা না গাধা—সবার সামনে পরীক্ষা হোক। এই চিঠি যে লিখতে পারে, তার মেধা নিয়ে সন্দেহ করার যথেষ্ট কারণ আছে।’

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সরকার আমাদের প্রতিবাদ কর্ণপাত করছে না : ফরহাদ মজহার
সরকার আমাদের প্রতিবাদ কর্ণপাত করছে না : ফরহাদ মজহার
নতুন প্রজন্মকে বঞ্চিত করলে দেশের ভবিষ্যৎ অনুজ্জ্বল: সোহেল তাজ
প্রকৃত ইতিহাস জানার অধিকার নতুন প্রজন্মকে বঞ্চিত করলে দেশের ভবিষ্যৎ অনুজ্জ্বল: সোহেল তাজ
ফ্যাসিবাদবিরোধীরা ফ্যাসিবাদী হচ্ছে: মাহফুজ আলম
ফ্যাসিবাদবিরোধীরা ফ্যাসিবাদী হচ্ছে: মাহফুজ আলম