• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

কাঠগড়ায় হাসিমুখে তুহিন, নিশ্চুপ মমতাজ

   ৩০ জুন ২০২৫, ০১:৪৫ পি.এম.
সাবেক এমপি সাবিনা আক্তার তুহিন ও মমতাজ। ছবি: সংগৃহিত

আদালত প্রতিবেদক: 

রাজধানীর কোতোয়ালি থানার শাওন মুফতি হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

সোমবার (৩০ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট পার্থ ভদ্রের আদালত শুনানি শেষে গ্রেপ্তার দেখান। অন্যদিকে সাবেক সংসদ সদস্য সাবিনা আক্তার তুহিনকে দুই দিনের রিমান্ডে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

পরে সকাল সাড়ে ১০ টায় আদালতের হাজতখানা থেকে পুলিশ প্রহরায় কাঠগড়ায় তোলা হয়। এসময় মাস্ক দিয়ে মুখ ঢেকে ছিলেন মমতাজ। পরে কাঠগড়ায় তুলে মমতাজের হেলমেট, বুলেটপ্রুফ জ্যাকেট খুলে দেয় পুলিশ সদস্যরা। ১০ টা ৩৮ মিনিটে বিচারক এজলাসে উঠেন।

প্রথমের কোতোয়ালি থানার হত্যা মামলায় মমতাজ বেগমের গ্রেপ্তার দেখানোর শুনানি শুরু হয়। তখন মাস্ক খুলে কাঠগড়ার সামনে দাড়ান। শুনানি শেষে এ মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। এরপর তিনি কাঠগড়ায় পেছনে গিয়ে দাড়ান।

তখন কাঠগড়ায় থাকা সাবেক সংসদ সদস্য সাবিনা আক্তার তুহিন তার সঙ্গে কথা বলতে থাকেন। তখন সাবিনাকে হাসিমুখে দেখা গেলেও নিশ্চুপ ছিলেন মমতাজ। পরে পেছনে দাঁড়িয়ে পুলিশ সদস্যদের সঙ্গে কথা বলেন মমতাজ। গরমে ঘামতে থাকায় টিস্যু দিয়ে মুখ মুছতে থাকেন। এরপর ১১ টা ১১ মিনিটে তাকে জ্যাকেট ও হেলমেট পড়ানো হয়।

মমতাজের মামলার সূত্রে জানা যায়, গত বছরের ৫ আগস্ট রাতে শাওন মুফতি আন্দোলনে অংশ নিয়ে তাঁতীবাজার মোড়ের ‘ফুলকলি’ দোকানের সামনে বুকের বাম পাশে গুলিবিদ্ধ হয়ে লুটিয়ে পড়েন। এর দুই ঘণ্টা পর রাত দেড়টায় তাকে সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এঘটনায় তার মা মাকসুদা বেগম গত ২৮ মে রাজধানীর কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা হয়েছে। মামলায় শেখ হাসিনাসহ ৫৭ জনকে আসামি করা হয়। এ ছাড়া অজ্ঞাতপরিচয় আরও ১০০–১৫০ জনকে আসামি করা হয়েছে। 

অন্যদিক ঢাকা মহানগর উত্তর যুব মহিলা লীগের সাবেক সভাপতি এবং সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) সাবিনা আক্তার তুহিনকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় দুই দিনের রিমান্ডে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট পার্থ ভদ্রের আদালত রাষ্ট্র ও আসামিপক্ষের শুনানি শেষে এ আদেশ দেন। এর আগে, গত ২২ জুন গভীর রাতে ঢাকার নবাবগঞ্জ উপজেলার শোল্লা ইউনিয়নের আওনা গ্রামে বাবার বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে ডিবি।

ভিওডি বাংলা/এম 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রিজন ভ্যানে পুলিশের সঙ্গে বাগবিতণ্ডায় জড়ালেন ইনু?
প্রিজন ভ্যানে পুলিশের সঙ্গে বাগবিতণ্ডায় জড়ালেন ইনু?
সালমান শাহর স্ত্রী সামিরা ও ডনের দেশত্যাগে আদালতের নিষেধাজ্ঞা জারি
সালমান শাহর স্ত্রী সামিরা ও ডনের দেশত্যাগে আদালতের নিষেধাজ্ঞা জারি
মেট্রোরেল ও ফ্লাইওভারের বিয়ারিং প্যাডের মান যাচাইয়ে হাইকোর্টে রিট
মেট্রোরেল ও ফ্লাইওভারের বিয়ারিং প্যাডের মান যাচাইয়ে হাইকোর্টে রিট