• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

সিন্ধু চুক্তি কার্যকর করতে ভারতকে পাকিস্তানের আহ্বান

   ১ জুলাই ২০২৫, ১২:৩২ পি.এম.

আন্তর্জাতিক ডেস্ক

পাকিস্তানের পররাষ্ট্র দপ্তর সোমবার (৩০ জুন) এক বিবৃতিতে বলেছে, ‘আদালতের ২৭ জুনের রায় আমাদের অবস্থানকে সমর্থন করেছে। সিন্ধু জলচুক্তি এখনো কার্যকর আছে এবং ভারত একতরফাভাবে এ নিয়ে কোনো সিদ্ধান্ত নিতে পারে না। আমরা ভারতকে আহ্বান জানাই, তারা যেন অবিলম্বে চুক্তির স্বাভাবিক কার্যক্রম শুরু করে এবং সম্পূর্ণ নিষ্ঠার সঙ্গে তাদের দায়িত্ব পালন করে।’

ভারত এ চুক্তি চলতি বছরের মে মাস থেকে স্থগিত করেছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দ্য হেগে অবস্থিত স্থায়ী সালিশি আদালতের সাম্প্রতিক রায় প্রমাণ করেছে এই চুক্তি এখনো বৈধ ও আন্তর্জাতিকভাবে কার্যকর। 

পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক ডার এক্স-এ (পূর্বে টুইটার) এক পোস্টে বলেন, ‘আদালতের অতিরিক্ত রায় স্পষ্টভাবে দেখিয়ে দিয়েছে যে, কিশনগঙ্গা-রাতলে মামলায় আদালতের এখতিয়ার আছে। এই রায় প্রমাণ করে, সিন্ধু জলচুক্তি সম্পূর্ণরূপে বৈধ। ভারত একতরফাভাবে এই চুক্তিকে স্থগিত রাখতে পারে না। কোনো দেশের আন্তর্জাতিক চুক্তি রক্ষা করাই তার দায়িত্ব। এই চুক্তিকে পুরোপুরি মানা উচিত।’

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, পাকিস্তানের আপত্তি ঘিরে কিশনগঙ্গা ও রাতলে প্রকল্প সংক্রান্ত মামলার যে অতিরিক্ত রায় দেওয়া হয়েছে, ভারত তা মানে না।


ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শেখ হাসিনার ভারতে অবস্থান, সিদ্ধান্ত তার নিজস্ব: জয়শঙ্কর
শেখ হাসিনার ভারতে অবস্থান, সিদ্ধান্ত তার নিজস্ব: জয়শঙ্কর
বাংলাদেশে বাজার হারিয়ে ভারতে পেঁয়াজের ‘শেষকৃত্য’
বাংলাদেশে বাজার হারিয়ে ভারতে পেঁয়াজের ‘শেষকৃত্য’
গাজায় ৫৭ হাজার নারীপ্রধান পরিবার মানবিক সংকটে: জাতিসংঘ
গাজায় ৫৭ হাজার নারীপ্রধান পরিবার মানবিক সংকটে: জাতিসংঘ