• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ব্রক্ষ্মপুত্র থেকে এক শিক্ষর্থীর মৃতদেহ উদ্ধার

   ১ জুলাই ২০২৫, ০৫:২৭ পি.এম.
ব্রক্ষ্মপুত্র থেকে এক শিক্ষর্থীর মৃতদেহ উদ্ধার । ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার চর আলগী গ্রামের তিন শিক্ষার্থী মাদ্রাসায় যাওয়ার পথে ব্রহ্মপুত্র নদে নৌকা ডুবে নিখোঁজ হয়েছেন।

মঙ্গলবার (১ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে ঘটনাটি ঘটে। ময়মনসিংহ জেলার পাগলা থানার দত্তের বাজার এলাকার ব্রহ্মপুত্র নদে।

নিখোঁজ শিক্ষার্থীরা হলেন—চর আলগী গ্রামের মাইনুদ্দিনের মেয়ে ক্লাস নবম শ্রেণীর শিক্ষার্থী শাপলা আক্তার (১৪), হাবিব মিয়ার ছেলে আবির (৭) এবং মুমতাজ উদ্দিনের ছেলে জুবায়েদ (৬)। তারা সবাই বিরুই নদীর পাড় দাখিল মাদ্রাসার শিক্ষার্থী। এরই মধ্যে শাপলা আক্তারের লাশ উদ্ধার করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই দিন সকালে ৯ জন শিক্ষার্থী একটি ছোট নৌকায় করে ব্রহ্মপুত্র নদ পাড়ি দিয়ে মাদ্রাসায় যাচ্ছিল। দত্তের বাজার সংলগ্ন এলাকায় পৌঁছালে হঠাৎ করে নৌকাটি ডুবে যায়। এর মধ্যে ৬ জন সাঁতরে তীরে উঠতে পারলেও তিনজন নিখোঁজ হয়।

নিখোঁজদের উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার তৎপরতা চালাচ্ছে। কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোফাজ্জল হোসেন জানান, খবর পাওয়ার পরপরই ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেছে।

চর আলগী গ্রামের বাসিন্দা ফিরোজ আশরাফ শান্ত বলেন, “দীর্ঘদিন ধরে এই চর অঞ্চলের মানুষ একটি সেতুর জন্য দাবি জানিয়ে আসছে। কিন্তু সেই দাবি এখনো বাস্তবায়ন হয়নি। প্রতিবছরই নৌকাডুবির ঘটনা ঘটছে।

পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বিল্লাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ইতোমধ্যে নবম শ্রেণীর শিক্ষার্থী শাপলা আক্তারকে উদ্ধার করা হয়েছে। বাকি নিখোঁজ দুই শিশুকে উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

 উল্লেখ্য, দুর্ঘটনাস্থলটি ময়মনসিংহ জেলার অন্তর্গত হলেও নিখোঁজ শিক্ষার্থীদের বাড়ি কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায়।

 ভিওডি বাংলা/ওমর সিদ্দিক রবিন/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
লাকসাম পৌরসভার ২৫ লাখ টাকা বিদ্যুৎ বিল বকেয়া
লাকসাম পৌরসভার ২৫ লাখ টাকা বিদ্যুৎ বিল বকেয়া
সারিয়াকান্দিতে এইচএসসি পরীক্ষাকেন্দ্র পরিদর্শনে জেলা প্রশাসক
সারিয়াকান্দিতে এইচএসসি পরীক্ষাকেন্দ্র পরিদর্শনে জেলা প্রশাসক
মাদারীপুরে শিক্ষক সংকটে পাঠদান ব্যাহত
মাদারীপুরে শিক্ষক সংকটে পাঠদান ব্যাহত