• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

আমি কোনো রাজনৈতিক দলের প্রতি আসক্ত নই: প্রেস সচিব

   ২ জুলাই ২০২৫, ১২:৫৯ পি.এম.
প্রেস সচিব শফিকুল আলম। ছবি : সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, তিনি কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত নন এবং ভবিষ্যতে যুক্ত হওয়ারও কোনো ইচ্ছা নেই।

বুধবার (২ জুলাই) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডি থেকে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, আমার কিছু বন্ধু বলছেন—আমি নাকি কোনো বড় রাজনৈতিক দলে অথবা সদ্য গঠিত একটি দলে যোগ দিতে যাচ্ছি। সোজা কথা হলো, আমি কোনো রাজনৈতিক দলের প্রতি আসক্ত নই।

পোস্টে তিনি আরও লেখেন, আমি এমপি বা কোনো রাজনৈতিক 'বিগ শট'-এর মতো জীবনযাপন করতে চাই না। সিঙ্গাপুর বা ইউরোপের মতো দেশে রাজনৈতিক নেতাদের জন্য ভালো আর্থিক সুবিধা থাকলেও, আমাদের দেশে রাজনীতিতে ভালোভাবে টিকে থাকতে হলে দুর্নীতির পথে হাঁটতে হয়। আমি সে পথে যেতে রাজি নই।

শফিকুল আলম জানান, অন্তর্বর্তী সরকারের দায়িত্ব শেষ হলে তিনি সাংবাদিকতা ও লেখালেখিতে পূর্ণভাবে ফিরে আসতে চান। এ নিয়ে তিনি বেশ কিছু বই লেখার পরিকল্পনাও করছেন।

তিনি লেখেন, আমি চাইলে সারা জীবন শুধু ‘জুলাই বিপ্লব’ নিয়েই লিখে যেতে পারি। জীবনে এত স্বতঃস্ফূর্ত, সাহসী এবং ব্যাপক রাজনৈতিক সংগ্রাম আর দেখিনি। রবার্ট কেরো যেমন লিন্ডন জনসনকে নিয়ে তার জীবন উৎসর্গ করেছেন, আমিও তেমনি ‘জুলাই বিপ্লব’ নিয়ে কাজ করে যেতে পারি। যদিও কেউ কেউ ‘বিপ্লব’ শব্দটি পছন্দ করেন না।

পোস্টে তিনি দাবি করেন, সাম্প্রতিক সময়ে তিনি আওয়ামী লীগের কিছু কর্মীর কাছ থেকে হুমকি পেয়েছেন। তবে তিনি মনে করেন, এটি তাদের হতাশারই বহিঃপ্রকাশ—যারা দেশের মানুষের কাছে জনপ্রিয়তার শেষ আশ্রয়টুকুও হারিয়েছে।

শফিকুল আলম শেষ করেন এই বলে, আমার পূর্ণ বিশ্বাস রয়েছে সর্বশক্তিমান আল্লাহর ওপর। তিনিই আমাদের সৃষ্টি করেছেন এবং তার কাছেই আমাদের প্রত্যাবর্তন। আমি আমার অন্তর্বর্তীকালীন জীবনের শেষ অধ্যায়ের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আ'লীগ ইস্যুতে যা বললেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব
আ'লীগ ইস্যুতে যা বললেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব
আ’লীগ কখনোই শোধরাবে না- ফয়েজ আহম্মদ
আ’লীগ কখনোই শোধরাবে না- ফয়েজ আহম্মদ
আসিফ-হাসনাতেরা জুলাইয়ে যা করেছে,  পিস্তল না কামান রাখা উচিত
আসিফ-হাসনাতেরা জুলাইয়ে যা করেছে, পিস্তল না কামান রাখা উচিত