বাড়ি ছাড়লেন কুমিল্লার সেই নারী


কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লার মুরাদনগরে ধর্ষণ ও নির্যাতনের শিকার সেই নারী তার বাবার বাড়ি ছেড়ে অন্যত্র চলে গেছেন। এদিন দুপুরে ভুক্তভোগীর বাড়িতে যান সাবেক সংসদ সদস্য ও বিএনপির ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ।
মঙ্গলবার (১ জুলাই) সকাল থেকে বাড়িতে তাদের কাউকে পাওয়া যায়নি।
কাজী শাহ মোফাজ্জল বলেন, আমি এসেছিলাম নির্যাতিত সেই নারীকে সমবেদনা জানাতে, কিন্তু তাদের বাড়ীতে এসে কাউকে পেলাম না। এর পেছনে উদ্দেশ্য কী, আমরা জানতে চাই।
স্থানীয়রা জানান, সোমবার (৩০ জুন) বিকেলে ভুক্তভোগী নারী তার স্বামীর বাড়ি যাবেন বলে বাবার বাড়ি থেকে বের হয়েছেন। পুলিশের সহযোগিতায় তিনি দুই সন্তানকে নিয়ে বাড়ি থেকে চলে গেছেন। এরপর তার মা–বাবাসহ পরিবারের লোকজনও অন্যত্র চলে যান।
মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান বলেন, ওই নারী তার শ্বশুরবাড়ি গেছেন। এটা তার ব্যক্তিগত বিষয়। অনেক লোকজন প্রতিদিন তার বাড়িতে ভিড় করছিল। তিনি স্বস্তির জন্য চলে গেছেন।
গত ২৬ জুন রাতে মুরাদনগরের বাহেরচর গ্রামে ওই নারীকে ধর্ষণের অভিযোগ ওঠে। পরে ধর্ষণ ও নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। এ ঘটনায় থানায় দুটি মামলা করেছেন ভুক্তভোগী। এ ঘটনায় ধর্ষণকারী ফজর আলী ও ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগে আরও চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ভিওডি বাংলা/ এমএইচ
সব দ্বিধা-দ্বন্দ্ব ভুলে তারেক রহমানের সিদ্ধান্ত মেনে নিন: রুমা
পাবনা প্রতিনিধি:
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট …

দেশবাসী খালেদা জিয়ার কাছে নেতৃত্ব আশা করে : গিয়াসউদ্দিন
সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
দেশবাসী এখনও বেগম খালেদা জিয়ার কাছে নেতৃত্ব …

সরকারি চাল জব্দ, বিএনপি নেতার বিরুদ্ধে মামলা
নেত্রকোনা জেলা প্রতিনিধি:
নেত্রকোনার কেন্দুয়া পৌর বিএনপির সভাপতি খোকন আহমেদের …
