• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

বিপিএলের নিলাম কবে? যা বললো বিসিবি

   ২ জুলাই ২০২৫, ০৮:০২ পি.এম.
বিপিএল নিলাম

সোমবার বিসিবির বোর্ড মিটিং শেষে পরিচালক ইফতেখার রহমান মিঠুও জানিয়েছেন নির্ধারিত সময়ই হচ্ছে বিপিএল। ডিসেম্বরে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পরবর্তী আসর হতে পারে বলে আগেই আভাস পাওয়া গিয়েছিল।  

বুধবার (০২ জুলাই) মিরপুর শের-ই-বাংলায় গণমাধ্যমের মুখোমুখি হন বিপিএলের গভর্নিং বোর্ডের চেয়ারম্যান মাহবুব আনাম। সেখানে ড্রাফট নিয়ে তিনি বলেন, 'প্রথমত আমরা একটা টাইমলাইন করেছি। ড্রাফটা আমি মনে করি অক্টোবরের আগে হবে না। কারণ আমরা যদি দেখি আমাদের যে সময়টুকু রয়েছে যেভাবে বলেছি স্পোর্টস ম্যানেজমেন্ট কোম্পানিকে। আগস্টের মধ্যে যদি শেষ করতে পারি, এরপর ফ্র্যাঞ্চাইজি দল যুক্ত করার প্রক্রিয়ায় যাব।

সেপ্টেম্বরে যদি এটা আমরা শেষ করতে পারি তাহলে অক্টোবরে আমরা হয়তো ড্রাফটে যেতে পারি।'

মূলত এবারের বিপিএল শুরু হবে ডিসেম্বর-জানুয়ারিতে। পাঁচ বছরের জন্য দেওয়া হবে দলের মালিকানা। নতুন করে বিপিএলের গভর্নিং কাউন্সিলে থাকবেন বাইরের সদস্যরাও।

বিদেশি ফ্র্যাঞ্চাইজি যুক্ত করার প্রসঙ্গে এর আগে পরিচালক ইফতেখার মিঠু বলেছিলেন, ‘(বিপিএল ফ্র‍্যাঞ্চাইজি) সবার জন্য উন্মুক্ত। ক্রাইটেরিয়া আমরা ঠিক করে নিই, আমাদের যে অভিজ্ঞতা আছে এবং যারা (এজেন্সি) এসব আগে সফলভাবে করেছে, তাদের পরামর্শ সহকারে একটা ক্রাইটেরিয়া ঠিক করা হবে। তারপর বোর্ড সিদ্ধান্ত নেবে। ওই ক্রাইটেরিয়া পূরণ করলে, আমাদের সরকারের নীতিমালা সব কিছু ঠিক থাকলে তারা (বিদেশি ফ্র‍্যাঞ্চাইজি) দল নিতে পারবে।’

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইসরাইলের হামলায় ৭৮৫ ফিলিস্তিনি ক্রীড়াবিদের মৃত্যু
ইসরাইলের হামলায় ৭৮৫ ফিলিস্তিনি ক্রীড়াবিদের মৃত্যু
ক্লাব বিশ্বকাপ থেকে বিদায় ম্যানসিটির
ক্লাব বিশ্বকাপ থেকে বিদায় ম্যানসিটির
বিপিএল নিয়ে বড় ঘোষণা বিসিবির
বিপিএল নিয়ে বড় ঘোষণা বিসিবির