ফ্যাসিবাদ পতন হলেও লক্ষ্য এখনও অর্জিত হয়নি-নজরুল


জ্যেষ্ঠ প্রতিবেদক
‘ফ্যাসিবাদ পতন হলেও লক্ষ্য এখনও অর্জিত হয়নি’ বলে মন্তব্য করেছেন নজরুল ইসলাম খান। বুধবার সকালে শেরে বাংলা নগরে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে পুস্পমাল্য অর্পণের পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এই মন্তব্য করেন।
তিনি বলেন, ‘যে লক্ষ্যে আমরা ফ্যাসিবাদের পতন ঘটলাম সেই লক্ষ্য এখনো অর্জিত হয় নাই। এখনও বাংলাদেশের জনগন তাদের যে মৌলিক, তাদের ভোটের অধিকার প্রয়োগের মাধ্যমে তাদের নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করতে পারে নাই। আমরা সেজন্য মনে করি, এই মুহুর্তে প্রধান কাজ শহীদদের আকাংখা পূরনের লক্ষ্যে একটা মানবিক একটা গণতান্ত্রিক একটা প্রগতিশীল আধুনিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে জনগণের শাসন কায়েম। সেই শুধু ভোটের মাধ্যমে সম্ভব, নির্বাচনের মাধ্যমে সম্ভব।’
সকাল ১১টায় ময়মনসিংহ দক্ষিন জেলার নবগঠিত কমিটির আহ্বায়ক জাকির হোসেন বাবুল, সদস্য সচিব রোকনুজ্জামান সরকার রোকনসহ নেতৃবৃন্দকে নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে পুস্পমাল্য অর্পন করেন নজরুল ইসলাম খান। এই সময়ে দলের যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, সৈয়দ এমরান সালেহ প্রিন্স, সাংগঠনিক সম্পাদক শরীফুল আলম, সহ সাংগঠনিক সম্পাদক ওরারেস আলী।
একটি গোষ্ঠী ঐক্যকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে এমন অভিযোগ করে নজরুল ইসলাম খান বলেন, ‘আমরা বিশ্বাস করি যে, জনগণ খুব ভালো জানে যে, কারা স্বৈরাচার, কারা গণতান্ত্রিক। কারা এদেশে স্বৈরাচার কায়েম করেছিলো, কারা স্বৈরাচারকে সমর্থন যুগিয়েছে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আর কারা অবিরাম গণতন্ত্রের জন্য লড়াই করতে গিয়ে নিগৃহীত হয়েছে। কাদের হাজার হাজার মানুষ গুম হয়েছে, খুন হয়েছে, কাদের বিরুদ্ধে লক্ষ লক্ষ মামলা দেয়া হয়েছে… এগুলো জনগণ জানে, জনগণ দেখেছে। কারা গণতন্ত্রের জন্য আপোষহীন এটাও জনগণ জানে। কাজেই অন্য কোনো রাজনৈতিক দল কোন কথা বলবে এবং সেটা জনগণ গ্রহন করবে আমরা এটা মনে করি না।’
এক প্রশ্নের জবাবে নজরুল ইসলাম খান বলেন, ‘দেশের কোথাও বিএনপির কোনও নেতা অপরাধে জড়িত হলে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে, আইন অনুযায়ী ব্যবস্থা নিলে বিএনপি বাধা দিবে না বরং খুশি হবে।’
ভিওডি বাংলা/ এমএইচপি
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি
নিজস্ব প্রতিবেদক
দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে জরুরি সংবাদ সম্মেলন …

আমাকে খুঁজে লাভ হবে না যুবলীগ নেতা
নিজস্ব প্রতিবেদক
রাজশাহী মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক তৌরিদ আল মাসুদ …

জবাবদিহিমূলক সরকার গড়বে বিএনপি : আমিনুল হক
নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও …
