দেশবাসী খালেদা জিয়ার কাছে নেতৃত্ব আশা করে : গিয়াসউদ্দিন


সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
দেশবাসী এখনও বেগম খালেদা জিয়ার কাছে নেতৃত্ব আশা করে। সকলের উপরে বেগম খালেদা জিয়ার অবস্থান। বাংলাদেশের মানুষকে দুঃসময়ে পথ দেখিয়ে গেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আন্দোলন সংগ্রামে শিক্ষা দিয়ে গেছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। এখন যদি কেউ দেশ নিয়ে ষড়যন্ত্র করে, ছিনিমিনি খেলে, আমাদের নেত্রী যদি বেঁচে থাকে, ইনশাল্লাহ সেটা তিনি হতে দিবেন না।
বিএনপির সদস্য নবায়ন ও প্রাথমিক সদস্য সংগ্রহ অভিযান ২০২৫ কর্মসূচির উদ্ভোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি ও নারায়ণগঞ্জ-৪ আসনের বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াসউদ্দিন এসব কথা বলেন।
বুধবার বিকাল সাড়ে ৫ টায় সিদ্ধিরগঞ্জের মিজমিজি বাতানপাড়া এলাকায় বিএনপির সদস্য সংগ্রহ অভিযান ২০২৫ কর্মসূচির উদ্ভোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এসময় তিনি আরও বলেন, বেগম খালেদা জিয়া সকল ষড়যন্ত্র নসাৎ করতে একাই যথেষ্ট ইনশাল্লাহ। কারণ তিনি যখন ডাক দিবেন এ দেশের মানুষকে রাজপথ প্রকম্পিত করে মানুষ ছুটে আসবে। তখন যড়যন্ত্রকারীরা পালিয়ে যাওয়ারও সুযোগ পাবে না। তাই বলতে চাই, ষড়যন্ত্র ছেড়ে দেন। এদেশের মানুষ কখন কোন ষড়যন্ত্র সফল হতে দেয় নাই।
তিনি আরও বলেন, আমাদের নেতা তারেক রহমান একাই গতিশীল নেতৃত্বের অধিকারী। তিনি ধাপে ধাপে গুণগত পরিবর্তন, সমাজ ব্যবস্থা ও রাষ্ট্রীয় ব্যবস্থায় পরিবর্তন আনতে যোগ্যতা সম্পন্ন একজন নেতা। এইজন্য সারা দেশের অধীকাংশ মানুষ তারেক রহমানকে নিয়ে স্বপ্ন দেখছে। তারেক রহমান দেশে আসুক। দেশে এসে দেশের মানুষের দায়িত্ব ভার গ্রহণ করুক। তারেক রহমান যেদিন দেশে আসবে সেদিন এক নতুন ইতিহাস সৃষ্টি হবে যা দেশের ইতিহাসে ঘটে নাই।
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ নাসিক ১ নম্বর ওয়ার্ড বিএনপি সভাপতি রওশন আলীর সভাপতিত্বে ও যুবদল নেতা শহিদুল ইসলামের সঞ্চালনায় সদস্য সংগ্রহ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি মো. মাজেদুল ইসলাম, সাবেক সভাপতি আবদুল হাই রাজু, সাবেক সাধারণ সম্পাদক এম এ হালিম জুয়েল, থানা বিএনপির সহ-সভাপতি ও সাবেক কাউন্সিলর জি. এম সাদরিল, এস এম আসলাম, ডি এইচ বাবুল, মোস্তফা কামাল মন্টু, থানা বিএনপি নেতা আবুল হোসেন, আকবর হোসেন, মনতাজ উদ্দিন মন্তু, সালাউদ্দিনসহ ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গ।
ভিওডি বাংলা/ এমএইচ
কুষ্টিয়ায় বিজিবির অভিযানে ২ কোটি টাকার অবৈধ জাল জব্দ
কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ার ভেড়ামারায় বিজিবির যৌথ অভিযানে প্রায় ২ কোটি …

ইসলামী আন্দোলনের নেতাকে রাস্তায় ফেলে কোপানোর অভিযোগ
নারায়ণগঞ্জ প্রতিনিধি:
নারায়ণগঞ্জের বন্দরে মাদক বিক্রির প্রতিবাদ করায় বন্দর থানা …

বান্দরবানে সেনাবাহিনীর অভিযানে কমান্ডারসহ নিহত ২
বান্দরবান প্রতিনিধি
বান্দরবানের রুমা উপজেলার দুর্গম পাহাড়ি এলাকায় সেনাবাহিনীর অভিযানে …
