আমাকে খুঁজে লাভ হবে না যুবলীগ নেতা


নিজস্ব প্রতিবেদক
রাজশাহী মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক তৌরিদ আল মাসুদ রনিকে ধরতে একটি ভবন ঘেরাও করা হয়। বুধবার (২ জুলাই) দুপুর ১টার দিক থেকে মহানগর ও জেলা যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা নগরীর পারিজাত এলাকায় সাবেক এক যুবলীগ নেতার বাড়ি ঘেরাও করেন।
স্থানীয় সূত্র জানায়, রনি ওই বাড়িতে আশ্রয় নিয়েছেন বলে পুলিশের উপস্থিতে যুবদল, ছাত্রদলের নেতাকর্মীরা তল্লাশি শুরু করেন। ঘণ্টা দুইয়েক তল্লাশির পরেও হত্যাসহ অন্তত সাতটি মামলার আসামি রনিকে তারা পাননি।
যুবদলের এক নেতাকে ফোন করে রনি বলেন, ‘এত কষ্ট করছেন, আমি আপনাদের থেকে অনেক দূরে। আমাকে খুঁজে লাভ হবে না, পাবেন না ভাই।’
জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফয়সাল সরকার ডিকোকে ফোন করেন যুবলীগ নেতা রনি আরো বলেন, ‘ডিকো ভাই, আপনারা এত কষ্ট করে অভিযান করছেন। আমি আপনাদের থেকে অনেক দূরে।
সময় হলেই আত্মসমর্পণ করবেন বলে জানান রনি। এ সময় ডিকো জানতে চান, ‘সিটি করপোরেশনের অস্ত্র আপনার ছিল নাকি মেয়র (এ এইচ এম খায়রুজ্জামান লিটন) সাহেবের ছিল? আপনার ভিডিও ফুটেজ আছে।’ জবাবে রনি বলেন, ‘ভাই, কোথায় আমার হাতে অস্ত্র দেখেছেন? ভিডিও দেখান। ছবিতে দেখান।
ডিকো বলেন, ‘রাজশাহীতে অস্ত্রের রাজনীতি শুরুই করেছেন আপনি, ভাইয়া।’ রনি বলেন, ‘বাজে কথা।’ ডিকো বলেন, ‘ঠিক আছে। ওপরে আল্লাহ আছে। সত্য-মিথ্যা আল্লাহই জানেন।’ রনি বলেন, ‘আমরা মুসলমান মরতে হবে। যদি অন্যায় করি, আল্লাহ বিচার করবেন। ভালো থাকেন ভাই, দেখা হবে ইনশাআল্লাহ।’
ঘটনার পর সন্ধ্যায় যুবলীগ নেতা রনিকে তার ব্যবহৃত হোয়াটসঅ্যাপ নম্বরেই পাওয়া গেছে। তিনি জানান, সরকার পতনের তিন-চার মাস পর তিনি দেশের বাইরে চলে গেছেন।
রনি বলেন, ‘এরা কোনো দিন সামনে আসার সাহস পায়নি। এখন ফাঁকা মাঠে না জেনেশুনে অযথা একটি বাড়ি এভাবে ঘেরাও করেছে। তাদের ভিন্ন উদ্দেশ্য থাকতে পারে। তাদের এসব কর্মকাণ্ডের জন্য দেশের মানুষ এখন আওয়ামী লীগ ও বিএনপি-জামায়াতের মধ্যে পার্থক্য বুঝতে পারছে।’
রনি বলেন, ‘এখন দেশে সুবিচার নেই। আমাদের নেত্রী শেখ হাসিনা ও নেতা এ এইচ এম খায়রুজ্জামান লিটন যেদিন বলবেন সেদিনই দেশে ফিরব। যদি অন্যায় করে থাকি, সুশাসন ফিরলে শাস্তি হবে। অল্প সময়ের মধ্যেই সবার সঙ্গে দেখা হবে।’
ভিওডি বাংলা/ এমএইচ
জবাবদিহিমূলক সরকার গড়বে বিএনপি : আমিনুল হক
নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও …

‘আমাকে স্যার বলবেন না, সারজিস বা ভাই বলুন’
রাজারহাট প্রতিনিধি
স্যার না বলে সরাসরি নাম বা ভাই বলার অনুরোধ …

‘শাপলা’ প্রতীক পেতে ইসিতে নাগরিক ঐক্য
নিজস্ব প্রতিবেদক
দলীয় প্রতীক হিসেবে ‘শাপলা’কে নাগরিক ঐক্যের জন্য সংরক্ষণের …
