বঙ্গভবনকে নিয়ে মব তৈরির চেষ্টা চলছে : রনি


ভিওডি ডেস্ক:
রাজনৈতিক বিশ্লেষক ও সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি বলেছেন, ‘বঙ্গভবনকে নিয়ে যে মব তৈরির চেষ্টা চলছে, সেটির শেষ পরিণতি কোথায় যায়, সেটি দেখার বিষয়।’ দেশের সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরে সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেলের এক ভিডিওতে তিনি এ কথা বলেন।
গোলাম মাওলা রনি বলেন, ‘আপাতত দৃষ্টিতে মনে হচ্ছে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বঙ্গভবনের ভেতরে আছেন বটে, তবে ড. মুহাম্মদ ইউনূসের হুকুমের বাইরে একটা উঁহ বা একটি আহ শব্দ করার ক্ষমতা তার নেই।’
তিনি বলেন, ‘রাষ্ট্রপতি তার সব বুদ্ধি, প্রজ্ঞা ও মেধা দিয়ে অনেকটা ঝুঁকি নিয়ে সেই ড. ইউনূস সরকারকে শপথ পড়িয়েছেন। তিনি যদি বলতেন যে আমি শপথ পড়াব না। অথবা তিনি যদি প্যাঁচ লাগাতে চাইতেন, অনেকভাবে প্যাঁচ লাগাতে পারতেন। আমি যতটুকু জানি সুপ্রিম কোর্টের যে রেফারেন্সটির সূত্রে ড. ইউনূসকে এবং তার সরকারকে রাষ্ট্রপতি শপথ বাক্য পড়িয়েছেন, সেই বুদ্ধিটি রাষ্ট্রপতি দিয়েছেন। ১০৬ ধারা অনুযায়ী সুপ্রিম কোর্টের রেফারেন্স আনা এবং এই পুরো কাজটি রাষ্ট্রপতি করেছেন, যাতে এই বিপ্লবটি সফল হয়।
তিনি বলেন, শপথ গ্রহণ করার পর থেকে সেই রাষ্ট্রপতিকে তারা সাহায্য করেনি, সহযোগিতা করেনি বরং তাকে শেখ হাসিনার দোসর রূপে, আওয়ামী লীগের দোসর রূপে টেনেহিঁচড়ে সেখান থেকে নামানোর জন্য গত এক বছর প্রচেষ্টা চলছে। সেই প্রচেষ্টার কবলে পড়ে রাষ্ট্রপতি ওখানে বসে গুমরে গুমরে কাঁদছেন। তার কাছে মনে হচ্ছে এর চেয়ে মরে যাওয়াটা তার জন্য সম্মানজনক ও নিরাপদ।’
সাবেক এই সংসদ সদস্য বলেন, ‘১১ মাসের মাথায় এসে আবার সেই গণভবন যেভাবে ভাঙচুর করা হয়েছিল, আক্রমণ করা হয়েছিল, ওভাবে রাষ্ট্রপতি ভবন, অর্থাৎ বঙ্গভবন আক্রমণের জন্য নানা মহল থেকে জোর দাবি তোলা হচ্ছে এবং নানা রকম কথাবার্তা ছড়িয়ে ছিটিয়ে পড়েছে। এখন রাষ্ট্রপতির আলাদা গার্ড আছে, সেনাবাহিনী আছে, রাষ্ট্রযন্ত্র আছে, কিন্তু মবের কাছে তো আসলে গত ১১ মাসে সব কিছুই পরাজিত হয়েছে। মব যেভাবে চেয়েছে, অর্থাৎ মবোক্রেসি যেভাবে চেয়েছে—ওভাবেই রাজনৈতিক দলগুলোর রাজনৈতিক সিদ্ধান্তগুলো হয়েছে। তো সেই ক্ষেত্রে বঙ্গভবনকে নিয়ে যে মব তৈরির চেষ্টা চলছে, সেটির শেষ পরিণতি কোথায় যায়, সেটি দেখার বিষয়।’
ভিওডি বাংলা/এম
ওসি হয়ে গেল হাসিনার দোসর : জুলকারনাইন সায়ের
ভিওডি বাংলা ডেস্ক:
পটিয়া থানার ওসিকে হাসিনার দোসর বলে তার …

আসিফ মাহমুদকে ভিলেন বানানোর ষড়যন্ত্র চলছে : হান্নান মাসউদ
ভিওডি ডেস্ক রিপোর্ট:
যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদকে ভিলেন …

আমি সত্যিই তাদের জন্য দুঃখিত : বাঁধন
বিনোদন প্রতিবেদক
জুলাই বিপ্লবে সোচ্চার ছিলেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। কিন্তু …
