• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
জুলাই সনদ: মুক্তিযুদ্ধকে ‘রাজনৈতিক দলিল’ হিসেবে চায় বিএনপি চিলমারীতে বিএনপির কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ জুলাই শুধু মুক্তির মাস না, হান্নান মাসউদের কপাল খোলার মাস : নির্ঝর শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য মাউশির নতুন নির্দেশনা সরকারি চাকরি অধ্যাদেশের অনুমোদন তারেক রহমানের চাচাতো ভাই পরিচয়ধারী শামীম গ্রেপ্তার তারেক রহমানের অবিসংবাদিত নেতৃত্বে স্বৈরাচারের পতন - ডা. রফিক ব্যক্তিগত পছন্দে একাধিক উপদেষ্টা নিয়োগ পেয়েছেন : আব্দুন নূর তুষার ইন্টারনেট ব্ল্যাকআউট কর্মসূচি থাকছে না : সংস্কৃতি উপদেষ্টা এই সময়ে গুরুত্বপূর্ণ নীতিমালা প্রণয়ন করা সমীচীন হবে না- মির্জা ফখরুল

ইবিতে জুলাই বিপ্লবের শহীদদের স্মরণে দোয়া ও মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

   ৩ জুলাই ২০২৫, ১১:৩৬ এ.এম.
ইবিতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

ইবি প্রতিনিধি 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখার আয়োজনে জুলাই বিপ্লবে শহীদদের স্মরণে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এক দোয়া মাহফিল এবং মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়েছে।

বুধবার (২ জুলাই) বিকাল ৫ টার দিকে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এ কর্মসূচি শুরু করেন তারা।

এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, প্রক্টর অধ্যাপক ড. মো. শাহিনুজ্জামান, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড.মো: উবাইদুল ইসলাম, থিওলজি এন্ড ইসলামিক স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড.আ.ব.ম. ছিদদিকুর রহমান আশ্রাফী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ইবি শাখার সমন্বয়ক এস এম সুইট সহ অন্যান্য শিক্ষক- শিক্ষার্থী ,কর্মচারী এবং ছাত্রশিবির , ছাত্রদল সহ অন্যান্য ছাত্র সংগঠনের নেতাকর্মীরা। 

জানা গেছে, এই আয়োজনের মাধ্যমে তারা মাসব্যাপী ক্যাম্পাসের বিভিন্ন স্থানে প্রায় দুই হাজার গাছ রোপণ করবেন।

এসময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ইবি শাখার সমন্বয়ক এস এম সুইট বলেন,আজকের এই দিনে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ঝাল চত্বরে জুলাই আন্দোলনের সূচনা হয়েছিল। ঐক্যবদ্ধভাবে প্রায় পনেরো বছরের স্বৈরশাসককে সরাতে গিয়ে আন্দোলনে আমাদের অনেক ভাই শহীদ হয়েছেন। আজ শহীদদের জন্য দোয়া শেষে তাঁদের স্মৃতি রক্ষার্থে  মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হচ্ছে।

এ বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, আজকে বৃক্ষরোপণ কর্মসূচি জুলাই বিপ্লবের শহীদদের স্মৃতি রক্ষা করবে। জুলাই বিপ্লব হয়েছিল বৈষম্য দূর করে শান্তি প্রতিষ্ঠা ও ঐক্যবদ্ধ থাকার জন্য। এই গাছগুলো আমাদের শপথের সাক্ষী হয়ে থাকবে। আমরা অন্যায়কে দূরীভূত করব, সত্য প্রতিষ্ঠা করবো, ঐক্যবদ্ধ সমাজ গঠন করবো, নতুন বাংলাদেশ গড়বো।

ভিওডি বাংলা/ এমএইচ 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইবির দাওয়াহ্ বিভাগ নতুন অনুষদে স্থানান্তরের সিদ্ধান্ত
ইবির দাওয়াহ্ বিভাগ নতুন অনুষদে স্থানান্তরের সিদ্ধান্ত
জুলাই শহীদদের স্মরণে ববি ছাত্রদলের ‘আলোয় আলোয় স্মৃতি সমুজ্জ্বল’
জুলাই শহীদদের স্মরণে ববি ছাত্রদলের ‘আলোয় আলোয় স্মৃতি সমুজ্জ্বল’
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বৃত্তি প্রদান
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বৃত্তি প্রদান